iQOO Z10R 5G সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট এবং AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের মতো বিভিন্ন AI ফিচার্সে সজ্জিত। গেম খেলার সময় বা দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও ফোন ঠান্ডা রাখতে দশটি টেম্পারেচার সেন্সর সহ 13,690 স্কোয়ার মিমি গ্রাফাইট কুলিং এরিয়া আছে।
কোম্পানি লিখেছে, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাহায্যে 4K রেজোলিউশনে অসাধারণ দক্ষতায় প্রতিটি ভ্লগ, রিলস, ও স্টোরি রেকর্ড হবে। টিজার ছবিতে ফোনটি ব্লু এবং সিলভার কালার অপশনে দেখা গিয়েছে।
iQOO Z10R এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে৷ এতে 6.77 ইঞ্চির কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন অফার করবে। পিছনে OIS সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে আর সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।