সাশ্রয়ী মূল্যের সাথে ভারতের বাজারে উন্মোচিত হতে চলেছে Lava Shark 5G
খুব শীঘ্রই ভারতে Lava লঞ্চ করতে চলেছে Lava Shark 5G। এর আগে কোম্পানি Lava Shark 4G হ্যান্ডসেটটি লঞ্চ করেছিলো। বর্তমানে তারা এটির 5G সংস্করণ আনতে চলেছে। হ্যান্ডসেটটি মে মাসের 3 তারিখ বাজারে আসবে। এটি 5000mAh ব্যাটারী এবং 50 মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে