Mi TV Pro সিরিজের স্মার্ট টিভিতে Android আপডেট পাঠাতে চলেছে Xiaomi। Mi TV 4 Pro, Mi TV 4A Pro, Mi TV 4C Pro আর Mi TV 4X Pro টিভিতে Android Pie আপডেট পৌঁছাবে।
কয়েক মাস আগে চিনে লঞ্চ হয়েছে Mi Tv 4A 50 ইঞ্চি UHD স্মার্টটিভি। এই টিভিতে থাকছে একটি 50 ইঞ্চি 4K UHD প্যানেল। থাকছে 60Hz রিফ্রেশ রেট আর HDR10+ সাপোর্ট।
Mi TV 4A Pro 32 তে থাকছে একটি 32 ইঞ্চি HD Ready (1366x768 পিক্সেলস) ডিসপ্লে প্যানেল। এই প্যানেলে থাকছে 60 Hz রিফ্রেশ রেট আর 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। থাকছে দুটি 20W স্পিকার।
ভারতে Mi TV 4X Pro 55 ইঞ্চি মডেলের দাম 39,999 টাকা। তবে Mi TV 4A Pro 43 ইঞ্চি মডেল 22,999 টাকায় পাওয়া যাবে। Flipkart, Mi.com আর Mi Home থেকে এই টিভি দুটি কেনা যাবে। 16 জানুয়ারি শুরু হবে বিক্রি।
সম্প্রতি 32 ইঞ্চি LED টিভির উপরে 28 শতাংশ থেকে GST কমিয়ে 18 শতাংশ করেছিল কেন্দ্র। সেই সিদ্ধানের প্রভাব সরাসরি পড়ল টিভিতে। এক মাস আগে Mi TV 4C Pro 32 আর Mi TV 4C Pro 49 টিভির দাম যথাক্রমে 1,000 টাকা ও 2,000 বাড়িয়েছিল Xaiomi।
31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেল। টিভি ও বিভিন্ন অ্যাপলায়েন্সে 70 শতাংশ ছাড় মিলবে এই সেলে। 9 দিনের এই সেলে Xiaomi, Samsung, Vu সহ একাধিক জনপ্রিয় কোম্পানির টিভিতে ছাড় পাওয়া যাবে।
Xiaomi দীপাবলী সেলে 43 ইঞ্চি Mi LED Smart TV 4A মাত্র 21,999 টাকায় পাওয়া যাচ্ছে। মাত্র 349 টাকা থেকে পাওয়া যাচ্ছে Mi Earphones Basic। 1,599 টাকায় পাওয়া যাচ্ছে Bluetooth Speaker Basic 2। পাওয়ার ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছে আকর্ষনীয় ছাড়।
মাত্র 1 টাকায় ফ্ল্যাশ সেলে একাধিক প্রোডাক্ট বিক্রি করবে চিনের কোম্পানিটি। আগে দুই দিন 1 টাকায় একাধিক স্মার্টফোম বিক্রি করেছে কোম্পানি। শুক্রবার বিকাল 4 টের সময় Mi.com থেকে মাত্র 1 টাকায় পাওয়া যাবে Mi A2।