Mi TV Pro সিরিজের স্মার্ট টিভিতে Android আপডেট পাঠাতে চলেছে Xiaomi। Mi TV 4 Pro, Mi TV 4A Pro, Mi TV 4C Pro আর Mi TV 4X Pro টিভিতে Android Pie আপডেট পৌঁছাবে।
জুলাই মাসে Mi TV 4A মডেলে Android Pie বিটা আপডেট পৌঁছেছিল
Mi TV Pro সিরিজের স্মার্ট টিভিতে Android আপডেট পাঠাতে চলেছে Xiaomi। Mi TV 4 Pro, Mi TV 4A Pro, Mi TV 4C Pro আর Mi TV 4X Pro টিভিতে Android Pie আপডেট পৌঁছাবে। সেপ্টেম্বর মাসে এই আপোডেট পৌঁছে যাবে। জুলাই মাস থেকে কোম্পানির 32 ইঞ্চি ও 43 ইঞ্চি মডেলে Android 9 Pie টেস্টিং শুরু হয়েছিল। সেপ্টেম্বরে এই অপারেটিং সিস্টেমের ফাইনাল ভার্সাল রিলিজ করবে চিনের কোম্পানিটি।
XDA Developers ওয়েবসাইটে ভারতে MI TV প্রোডাক্ট ম্যানেজার সুদীপ্ শাহু জানিয়েছেন Mi TV Pro সিরিজে Android 9 Pie আপোডেট পাঠানো শুরু হবে। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মডেলে এই আপডেট পৌঁছাতে শুরু করবে। ঠিক কবে কোন টিভিতে আপডেট পৌঁছাবে তা জানানা নি শাহু।
XDA Developers ওয়েবসাইটে জানানো হয়েছে 32 ইঞ্চি Mi TV 4A Pro আর Mi TV 4C Pro টিভিতে সবার আগে এই আপডেট পোঁছাবে।
তবে কেন Xiaomi -র Mi TV সিরিজে Android 9 Pie আপডেট আসতে এত দেরি হচ্ছে তার ব্যাক্ষা দিয়েছেন সুদীপ শাহু। তিনি জানিয়েছেন, আগে এতদিন Mi TV সিরিজে AOSP ভার্সান চলত। এবার Android TV চার্সানে আপগ্রেড হবে। AOSP থেকে Android TV ভার্সানে আপগ্রেডে সময় লাগছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket