মঙ্গলবার লঞ্চ হবে Mi CC9 Pro। একই সাথে লঞ্চ হবে Xiaami Watch আর Mi TV 5 সিরিজ। আজ চিনে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Xiaomi। নাম বদলে বুধবার স্পেনে Mi Note 10 লঞ্চ করবে Xiaomi।
Xiaomi দীপাবলী সেলে 43 ইঞ্চি Mi LED Smart TV 4A মাত্র 21,999 টাকায় পাওয়া যাচ্ছে। মাত্র 349 টাকা থেকে পাওয়া যাচ্ছে Mi Earphones Basic। 1,599 টাকায় পাওয়া যাচ্ছে Bluetooth Speaker Basic 2। পাওয়ার ব্যাঙ্কেও পাওয়া যাচ্ছে আকর্ষনীয় ছাড়।