Motorola ফোল্ডেবেল স্মার্টফোনে Qualcomm Snapdragon 710 চিপসেট থাকছে। 2018 সালে মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য Snapdragon 700 সিরিজের চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। এই সিরিজের প্রথম চিপসেট Snapdragon 710।
Samsung Galaxy Fold এর থেকে এক ধাপ এগিয়ে থাকবে নতুন Moto Razr। ইতিমধ্যেই এই ফোন তৈরীর খবর জানিয়েছে Motorola। এই ফোনের সেকেন্ডারি ডিসপ্লেতে প্রি-ইনস্টলড কিছু অ্যাপ ব্যবহার করা যাবে।