কোম্পানির A সিরিজের লেটেস্ট স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে Oppo A7। নতুন এই ফোনে রয়েছে 4,230 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। বৃহস্পতিবার চিনে বিক্রি শুরু হয়েছে Oppo A7।
22 নভেম্বর চিনে লঞ্চ হবে Oppo A7। চিনে Oppo A7 এর দাম দবে 1,599 ইউয়ান (প্রায় 16,500 টাকা)। এই রিপোর্টে ছবিতে এক ব্যাক্তির হাতে Oppo A7 ফোনটি দেখা গিয়েছে।