4GB RAM / 64GB স্টোরেজে Oppo K1 কিনতে 16,990 টাকা খরচ হবে। আপাতত একটি মাত্র ভেরিয়েন্টে ভারতে এই স্মার্টফোন পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় Flipkart থেকে শুরু হবে বিক্রি।
মাত্র 16,990 টাকায় Oppo K1 ফোনে থাকছে ডিসপ্লের নিচের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে থাকছে AMOLED ডিসপ্লে। যা এই দামে অন্য কোন ফোনে পাওয়া যায় না। Oppo K1 ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 660 চিপসেট। Realme 2 Pro আর Vivo V9 Pro ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছে।
আজ দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে Oppo K1। 20,000 টাকার কম দামে এই প্রথম কোন স্মার্ট ফোনে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। এই প্রতিবেদনে Oppo K1 লঞ্চ ইভেন্ট সরাসরি দেখা যাবে।