Oppo কোম্পানী সম্প্রতি নিয়ে এসেছে দুটি নতুন হ্যান্ডসেট Oppo Reno 13F 5G এবং Reno 13F 4G। চীনের বাজারের পর Oppo কোম্পানির এই হ্যান্ডসেটগুলি এবার বিশ্বের বাজারে এসে গিয়েছে। Oppo Reno 13F হ্যান্ডসেটগুলি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত হয়ে এসেছে
Oppo কোম্পানী খুব শীঘ্রই ভারতে আনতে চলেছে Oppo Reno 13 5G Series। সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত একটি বেস মডেল Oppo Reno 13 এবং আর একটি Oppo Reno 13 5G Pro। এই সিরিজটি এর আগে চীনের বাজারে চীনের বাজারে উন্মোচিত হয়েছে । হ্যান্ডসেটগুলিতে কিছু একই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়
চীনের বাজারে লঞ্চ করা হলো Oppo Reno 13সিরিজ।Oppo Reno 12সিরিজের সাফল্যের পর কোম্পানি এবার 13 সিরিজটি নিয়ে এসেছে।Oppo Reno 13সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে গঠিত।উভয় হ্যান্ডসেটের মধ্যে একই ধরনের স্পেসিফিকেশন লক্ষ্য করা যায়,শুধু কিছু ক্ষেত্রে তা পরিবর্তনশীল
খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে Oppo Reno 13 সিরিজ। সিরিজটি বেস মডেল এবং প্রো মডেলের সাথে আসতে চলেছে। এছাড়াও Oppo Reno 13 সিরিজটির বিভিন্ন তথ্য ফাঁস করা হয়েছে। বলা হয়েছে যে, হ্যান্ডসেটগুলি MediaTek Daimensity 8300 চিপসেটের মাধ্যমে চলবে। সূত্র অনুযায়ী আসন্ন হ্যান্ডসেটগুলো বিশ্বের বাজারে 2025সালের জানুয়ারি মাসে উন্মোচিত হবে