Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, ও Reno 15 Pro Mini 5G প্রিমিয়াম ফিচার্সের সাথে ভারতে আসছে। দুই Pro মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। তিনটি ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। Poco M8 5G-এর সামনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে।
Oppo Reno 15 সিরিজ ক্যামেরা-কেন্দ্রিক হতে চলেছে। Reno 15 5G, Reno 15 Pro 5G, এবং Reno 15 Pro Mini 5G-তে সম্পূর্ণ নতুন ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটি পোট্রেট ফটোগ্রাফি ও ভিডিও শ্যুটে বিশেষ ফোকাস করবে। তিনটি মডেলেই AI Editor 3.0 টুল থাকবে, যার মধ্যে AI পোট্রেট গ্লো এবং মোশন ফটো এডিটিং ফিচার মিলবে।
Oppo Reno 15 Series 5G-এর টিজার ভিডিওতে সাদা ও নীল রঙের দুই ফোনকে দেখা গিয়েছে। নীল রঙের মডেলে গ্রেডিয়েন্ট ফিনিশ আছে। এটি নর্দান লাইটসের মতো দেখতে লাগছে। বেস Oppo Reno 15 ভ্যারিয়েন্টে 120x জুম ক্ষমতা-সহ পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে।