Oppo Reno 15C শক্তিশালী 6,500mAh ব্যাটারি পেতে পারে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর ব্যবহার হতে পারে। মেইন ক্যামেরার সঙ্গে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকার সম্ভাবনা আছে
Oppo Reno 15C মডেলে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে। এর মধ্যে তিনটি ক্যামেরা ও 'রেনো ব্র্যান্ডিং' দেখা যাচ্ছে। হ্যান্ডসেটটি কম বাজেটে আসতে চললেও, ডিজাইনে প্রিমিয়াম ভাইব বজায় রাখতে পেরেছে।