29 নভেম্বর শুরু হচ্ছে Realme Black Friday Sale। এই সেলে পাওয়া যাবে সম্প্রতি লঞ্চ হওয়া Realme X2 Pro আর Realme 5s। এছাড়াও Realme C2, Realme 5 Pro, Realme X সহ বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত অফার থাকছে। 1 ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে।
শুরু হল Realme Festive Days Sale। ইতিমধ্যেই এই সেল শুরু হয়েছে। 9 অক্টোবর পর্যন্ত এই সেলে সস্তা হচ্ছে একাধিক জনপ্রিয় Realme স্মার্টফোন। আগামী তিন দিন Realme.com আর Flipkart থেকে এই সেল চলবে।
নতুন Realme 5 Pro আর Realme 5 ফোনের পিছনে রয়েছে চারটি করে ক্যামেরা। 10,000 টাকার কম দামে লঞ্চ হয়েছে Realme 5। এই প্রথম এই দামে কোন স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গেল।
Realme 3 Pro তে রয়েছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট আর 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা ব্যবহার করেছে Realme।
Realme 3 Pro তে রয়েছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট আর 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা ব্যবহার করেছে Realme।