খুব শীঘ্রই সাশ্রয়ী মূল্যে বাজারে লঞ্চ করা হবে Redmi A4 5g
শাওমি কোম্পানীর সাবসিডিয়ারি বুধবার নতুন একটি 5g স্মার্টফোন উন্মোচন করেছে। দিল্লিতে অনুষ্ঠিত IMC 2024 এর অনুষ্ঠানে কোম্পানি Redmi A4 5g ফোনটির উন্মোচন ঘটিয়েছে। কোম্পানী নিশ্চিত করেছে যে, হ্যান্ডসেটটি সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে উপলব্ধ হতে চলেছে । Redmi A4 5g ফোনটি Snapdragon 4s Gen 2 চিপসেট দ্বারা চালিত হতে চলেছে