স্যামসাং তাদের গ্যালাক্সী আনপ্যাকড ইভেন্টে একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে Samsung Galaxy S25 Ultra। Galaxy S25 Ultra ফোনটি Android 15-ভিত্তিক One UI 7 দ্বারা চালিত হয়ে উপস্থিত হয়েছে এবং এটিতে Snapdragon 8 Elite চিপসেট যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রী-অর্ডার করা যাচ্ছে
স্যামসাং লঞ্চ করেছে Samsung Galaxy S25 এবং Galaxy S25+ এই দুটি নতুন হ্যান্ডসেট। হ্যান্ডসেটগুলি কিছু একই বৈশিষ্ট্য ধারন করে যেমন - প্রসেসর, ক্যামেরা ইত্যাদি। তবে উভয় হ্যান্ডসেটেই আলাদা আলাদা ক্ষমতাসম্পন্ন ব্যাটারী দেওয়া আছে
স্যামসাং কোম্পানী আগামী 22সে জানুয়ারি তাদের গ্যালাক্সী আনপ্যাকড ইভেন্টটি অনুষ্ঠিত করতে চলেছে। প্রতি বছরের ন্যায় এই বছরও তারা কিছু নতুন ডিভাইস এই অনুষ্ঠানে উন্মোচিত করতে পারে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে অতি উল্লেখিত স্যামসাং গ্যালাক্সি S25-সিরিজটি বর্তমানে সবার নজরে আছে