গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যের সাথে Samsung Galaxy S25 মডেলটি আসতে চলেছে
বিগত 22 জানুয়ারি স্যামসাং কোম্পানীর গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। অনুষ্ঠানে স্যামসাং-এর Galaxy S-সিরিজটি লঞ্চ হয়েছে। Galaxy S25-সিরিজটি তিনটি হ্যান্ডসেটের সমন্বয়ে এসেছে। এটির বেস Galaxy S25-মডেলটি 256 এবং 512-জিবি বিকল্পের সাথে উপস্থিত হয়েছেল। তবে বর্তমানে শোনা যাচ্ছে এই হ্যান্ডসেটটি একটি নতুন স্টোরেজ বিকল্প আনতে চলেছে