টুইটারে Xiaomi জানিয়েছে আগামীকাল 24 জুলাই স্পেনে গ্লোবাল ইভেন্টে Mi A2 আর Mi A2 Lite ফোন দুটি লঞ্চ করবে কোম্পানি। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 এর উত্তরসুরি Mi A2 ফোন নিয়ে অনেকদিন ধরেই কানাঘুঁষো চলছিল।
এই সাইট অনুযায়ী এই মোবাইলটি চীনের স্মার্টফোনের বাজারে একটি দৃষ্টান্ত হতে চলেছে. মোবাইলটিতে থাকছে 6 ইঞ্চি ডিসপ্লে (সম্পূর্ণ HD ও 1080x2160 পিক্সেলস), 4 জিবি RAM ও 32 জি বি অথবা 64 জিবি ইনবিল্ট স্টোরেজ.