এখন একটি ফিজিকাল ডায়ালের মাধ্যমে অ্যাপেল ওয়াচ কন্ট্রোল করা যায়। শোনা যাচ্ছে একটি সলিড স্টেট বাটন যোগ হয়ে এই ডিভাইসে।
অ্যাপেল ওয়াচের বাটনটি বদল করতে পারে অ্যাপেল। এখন একটি ফিজিকাল ডায়ালের মাধ্যমে অ্যাপেল ওয়াচ কন্ট্রোল করা যায়। শোনা যাচ্ছে একটি সলিড স্টেট বাটন যোগ হয়ে এই ডিভাইসে। এর মাধ্যমে এই বাটনের উপরে টাচ করেই ঘড়িতে সব কাজ করা যাবে।
যদিও অ্যাপেল ওয়াচে আগের বাটনগুলি একই রকম থাকবে। স্মার্টওয়াচের পাশেই থাকবে একটি ডিজিটাল ক্রাউন। এর সাথেই আঙ্গুলের নীচে কাঁপবে নতুন এই বাটন। শুক্রবার এক রিপোর্তে এই কথা জানানো হয়েছে।
আগের মতোই ডিজিটাল ক্রাউন ঘুরিয়ে আউপ্লে ওয়াচ কন্ট্রোল করা যাবে।
এই রিপোর্টে আরও জানানো হয়েছে 2019 সালের অ্যাপেল ওয়াচে নতুন এই ফিচার দেখা যাবে।
নতুন এই সলিড বাটনের অনেক সুবিধা রয়েছে। এরন মাধ্যমে এই ঘড়িকে আরও বেশি ওয়াটার রেজিস্ট্যান্ট করে তোলা সম্ভব হবে।
এছাড়াও এই বাটন ব্যাবহারের ফলে ঘড়ির ভিতরে অনেকটা জায়গা বাড়বে। সেই জায়গাতেই ব্যাবহার করা যাবে অতিরিক্ত ব্যাটারি।
এছাড়াও হার্ট রিদম সহ একাধিক হ্লথ ডাটা পাওয়ার জন্য এই ডিভাইসে নতুন সেন্সার লাগানোর কাজ করছে কোম্পানি।
সম্প্রতি MacBook এর ট্র্যাকপ্যাড ও iPod এর কন্ট্রোল হুইলেও সলিড স্টেড টেকনোলজি ব্যাবহার করতে দেখা গিয়েছে এই মার্কিন কোম্পানিকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch Ultra 2 Launch Timeline Leaked; Could Debut Alongside Samsung Galaxy Watch 9