ভারতে লঞ্চ হল Lenovo Ego। সস্তা দামের এই Lenovo স্মার্ট ওয়াচে ফিটনেস ও হার্ট রেট ট্র্যাকিং এর মতো তথ্য জানা যাবে। এছাড়াও থাকছে স্টেপ ট্র্যাকিং ও স্লিপ মনিটারিং এর মতো ফিচার। কোম্পানি জানিয়েছে Ego তে 20 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। এই স্মার্ট ওয়াচে কল, মেসেজ, ইমেল ও সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন পাওয়া যাবে। 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট নতুন Lenovo Ego।
ভারতে Lenovo Ego –র দাম 1,999 টাকা। অনলাইনে Flipkart ও অফলাইনে Croma স্টোর থেকে পাওয়া যাবে এই ফিটনেস ডিভাইস। Flipkart থেকে এই স্মার্ট ওয়াচ কিনলে অ্যাক্সিস ব্যাঙ্ক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবেন। Android ও iOS ডিভাইসের সাথে Bluetooth এর মাধ্যমে কাজ করবে Lenovo Ego।
Lenovo Ego তে রয়েছে একটি 1.6 ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার মোনোক্রোম ডিসপ্লে। অন্ধকারে এই ডিসপ্লে দেখার জন্য থাকটি লাইট বাটন থাকছে এই স্মার্ট ওয়াচে। অ্যালার্ম ও ইনলাকিং কল এর জন্য রয়েছে ভাইব্রেটিং অ্যালার্ট। এছাড়াও মোবাইল ফোনে ছবি তোলার সময় এই ডিভাইসকে রিমোট ক্যামেরা হিসাবে ব্যবহার করা যাবে। Lenovo Ego ডিসপ্লের উপরে ট্যাপ করলে স্মার্টফোন ক্যামেরা ছবি তোলা যাবে।
Lenovo Ego তে থাকছে 24/7 হার্ট রেট সেন্সার। বিভিন্ন সময়ে এই স্মার্টওয়াচ আপনার হার্টরেটের তথ্য দিতে পারবে। এছাড়াও আপনি কত সময় ঘুমাচ্ছেন তা জানা যাবে এই ফিটনেস ডিভাইস থেকে। Lenovo Ego –র ওজন 42 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন