Lenovo HT10 Pro এর দাম 4,499 টাকা
Lenovo HT10 Pro এর দাম 4,499 টাকা
ভারতে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড নিয়ে আসছে Lenovo। সম্প্রতি Lenovo HT10 Pro -এর টিজার সামনে এসেছে। দুর্দান্ত আওয়াজের জন্য এই ইয়ারফোনে বিশেষ ইকুয়ালাইজার প্রযুক্তি ব্যবহার হয়েছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Lenovo HT10।
Lenovo HT10 Pro এর দাম 4,499 টাকা। শীঘ্রই ভারতে এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে আসবে কোম্পানিটি। নতুন ইয়ারবাডে HT10 -এর ডিজাইন দেখা গিয়েছে। যদিও প্রো ভেরিয়েন্টে থাকছে বিশেষ ইকুয়ালাইজার সেটিংস।
নতুন অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে এল Sony
বিভিন্ন মোডে এই ইয়ারবাডে গানের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যকে প্রাধান্য দেওয়া যাবে। বাস ও ক্ল্যারিটির জন্য এই ইয়ারবাডে দুটি আলাদা মোড থাকছে। একটি মাত্র বাটন চেপে এই মোড বদল করা যাবে। আগে শুধুমাত্র প্রিমিয়াম ডিভাইসে এই ফিচার থাকলেও এবার তুলনামূলক কম দামের ইয়ারবাডেও একাধিক ইকুয়ালাইজার সেটিংস পাওয়া যাবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Lenovo HT10 Pro তে ডুয়াল মাইক্রোফোন থাকছে। কোম্পানির দাবি বিশেষ ডিজাইনের জন্য বেশি সময় এই ইয়ারবাড ব্যবহার করলেও কানে ব্যথা হবে না। কল লাগলেও এই ডিভাইস সুরক্ষিত থাকবে। কোম্পানির দাবি এই ইয়ারফোনের কেস একবার সম্পূর্ণ চার্জ করলে 48 ঘণ্টা গান শোনা যাবে। ইয়ারফোনের ভিতরে রয়েছে Qualcomm 3020 চিপসেট। সঙ্গে রয়েছে Bluetooth 5.0 কানেক্টিভিটি। ভালো সাউন্ডের জন্য রয়েছে aptX Audio কোডেক সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters