Xiaomi will start selling Mi Men’s Sports Shoes 2, Mi Sports Bluetooth Earphones, and Mi 2-in-1 USB Cable (30cm) in India beginning April 4.
কালো, ধূসর ও নীল রঙে পাওয়া যাবে Mi Men's Sports Shoes 2
ফেব্রুয়ারি মাসে ভারতে ছেলেদের জন্য স্পোর্টস সু লঞ্চ করেছে Xiaomi। 4 এপ্রিল এই প্রোডাক্ট বিক্রি শুরু হবে। এতদিন চীনে বিক্রি হলেও এই প্রথম ভারতে Xiaomi -র জুতো পাওয়া যাবে। পাঁচটি আলাদা মেটিরিয়াল দিয়ে তৈরি হয়েছে এই জুতো। কোম্পানি জানিয়েছে দারুন টেকসই এই জুতো পরে হাঁটার সময় কোন ঝাকুনি অনুভব হবে না, একই সাথে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
Mi Men's Sports Shoes 2 জুতোর দাম 2,999 টাকা। 4 এপ্রিল কালো, ধূসর ও নীল রঙে এই জুতো বিক্রি শুরু হবে। একই সাথে বিক্রি শুরু হবে Mi Sports Bluetooth Earphones আর Mi 2-in-1 USB Cable (30সেমি)। শুধুমাত্র Mi.com ওয়েবসাইট থেকে 4 এপ্রিল এই তিনটি প্রোডাক্ট বিক্রি শুরু হবে।
Xiaomi দাবি করেছে নতুন এই জুতো সম্পূর্ণ শক অ্যাবজর্বেন্ট, স্পিট রেজিস্টেন্ট ও টেকশই। তবে এই জুতোতে কোন স্মার্ট ফিচার থাকছে না। এই জুতোর সোল বিশেষ ভাবে তৈরী করে Xiaomi। বিশেষ 5 – ইন – ১ ইউনি মোলীং প্রযুক্তি ব্যবহার করে এই জুতো তৈরী হয়েছে বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Starlink Hiring for Payments, Tax and Accounting Roles in Bengaluru as Firm Prepares for Launch in India