তুন এই প্রোডাক্টের নাম Mi Robot Vacuum-Mop P। এই রোবট মেঝে ঝাঁট দিয়ে মুছে দেবে।
Mi Robot Vacuum-Mop P মেঝে ঝাঁট দিয়ে মুছে দেবে
ঘর পরিষ্কার রাখতে নতুন ক্লিনিং রোবট নিয়ে এল Xiaomi। নতুন এই প্রোডাক্টের নাম Mi Robot Vacuum-Mop P। এই রোবট মেঝে ঝাঁট দিয়ে মুছে দেবে। লেসার ডিটেক্ট সিস্টেমে কাজ করতে নতুন ক্লিনিং রোবট। Mi Home অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে এই ডিভাইস কানেক্ট করা যাবে। এর পরে স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রিত হবে এই প্রোডাক্ট। গত বছর চিনে এই রোবট নিয়ে এসেছিল বেজিংয়ের কোম্পানিটি।
Mi Robot Vacuum-Mop P-র দাম 29,999 টাকা। যদিও শুরুতে ক্রাউডফান্ডিং প্রোজেক্টে 17,999 টাকায় এই রোবট বিক্রি করবে কোম্পানি। 2,999 টাকা মাসিক কিস্তিতে এই ক্লিনিং রোবট কেনা যাবে। Mi.com থেকে এখনই অর্ডার করা যাবে। 15 সেপ্টেম্বর শিপিং শুরু হবে।
এই রোবটে থাকছে একটি 2,100Pa সাকশন মোটর। লেসার নেভিগেশনের মাধ্যমে ঘরের মেঝে পরিষ্কার করবে রোবটটি। ভারতের ঘরের জন্য ঝাঁট দিয়ে মোছার বিশেষ ব্যবস্থা থাকছে। ড্রাই ক্লিন করার জন্য থাকছে সুইপিং মোড।
ঘর মোছার জন্য এই রোবটে একটি জলের ট্যাঙ্ক থাকছে। Mi Home অ্যাপ থেকে এই প্রোডাক্ট নিয়ন্ত্রণ করা যাবে। স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে এই প্রোডাক্ট। প্রত্যেক ঘরের লোকেশন ম্যাপের আকারে স্মার্টফোনে সেভ করে রাখে এই রোবট। অ্যাপ থেকেই প্রতিটি ঘরের আলাদা নাম সেভ করা যাবে।
এটাই Redmi AirDots S; কোম্পানির পরবর্তী ওয়্যারলেস ইয়ারফোন
Mi Robot Vacuum-Mop P-তে রয়েছে একটি কোয়াড-কোর Cortex-A7 সিপিইউ। তথ্য সংগ্রহ করে দ্রুত প্রসেস করতে সক্ষম এই ডিভাইস। চার্জ শেষ হলে নিজে থেকেই চার্জিং ডকে ফিরে আসবে এই রোবট। সম্পূর্ণ চার্জ হলে যে পর্যন্ত পরিষ্কার হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে। থাকছে একটি 3.,200 mAh ব্যাটারি। এক চার্জে 60-130 মিনিট ঘর পরিষ্কার করতে পারে এই রোবট। রয়েছে Wi-Fi 802.11 b/g/n কানেক্টিভিটি। ঘর পরিষ্কারের সময় 70 ডেসিবেল শব্দ হবে। Mi Robot Vacuum-Mop P-এর ওজন 3.6 কিলোগ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications
Realme Will Try to Absorb Increased Cost of Components Ahead of Upcoming Product Launches, Executive Says