Redmi Band 3-স্মার্টব্যান্ডটি একটানা নয়দিন চলতে সক্ষম
Photo Credit: Xiaomi
Redmi Band 3 comes in black, beige, dark grey and green, pink and yellow shades
চীনে Redmi Band 3 লঞ্চ করা হয়েছে। স্মার্টব্যান্ডটি
একটি 1.47 ইঞ্চির আয়তকার স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে এবং এটির রিফ্রেশরেট 60Hz। এটি 18 দিন পর্যন্ত ব্যাটারি লাইফের প্রতিশ্রুতি দিয়েছে। এটিতে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত এবং সুস্থতা পর্যবেক্ষণের বৈশিষ্ট্য আছে, যেমন- হৃদস্পন্দন,রক্তে অক্সিজেনের মাত্রা এবং ঘুমের নিয়মিত কালক্রম অনুসরণকরনের প্রক্রিয়া। স্মার্ট পরিধানযোগ্যটিকে জল থেকে সুরক্ষিত রাখার জন্য 5ATM রেটিং যুক্ত করা হয়েছে। এটিতে 50টিরও বেশি স্পোর্টমোড আছে এবং এটি 100টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে। ঘড়িটি শাওমি কোম্পানীর HyperOS দ্বারা চালিত।
চীনে Redmi Band 3-এর দাম CNY 159 (ভারতীয় মূল্যে প্রায় 1,900টাকা)। চীনেতে এটি শাওমি কোম্পানীর চিনা ই-স্টোরের মাধ্যমে ক্রয় করার জন্য উপলব্ধ করা হয়েছে। স্মার্টব্যান্ডটি পাঁচটি রঙ যেমন-
কালো, বেইজ, গাঢ় ধূসর, সবুজ, গোলাপী এবং হলুদ রঙের বিকল্পে পাওয়া যাবে।
Redmi Band 3 একটি 1.47 ইঞ্চির আয়তকার স্ক্রিন দ্বারা সজ্জিত। এটির পিক্সেল রেজোলিউশন 172×320 এবং রিফ্রেশরেট 60Hz। স্মার্টব্যান্ডটির আকারের পরিমাপ 9.99মিমি পুরু এবং ওজন 16.5গ্রাম। এটি জল থেকে সুরক্ষার জন্য একটি 5ATM রেটিং পেয়েছে। এটি 100টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে।
Redmi Band 3 বিভিন্ন ধরনের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কিত পর্যবেক্ষণের বৈশিষ্ট্য নিয়ে এসেছে যেমন -
হৃদস্পন্দন , রক্তে অক্সিজেনের মাত্রা এবং ঘুমের অনুসরণ প্রক্রিয়া। স্মার্ট পরিধানযোগ্য ব্যান্ডটি ঘুম এবং মাসিক চক্রকে পর্যবেক্ষণের বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এটিতে 50% স্পোর্টমোড আছে বলে জানা গিয়েছে।
Redmi Band 3 ব্যান্ডটিতে একটি 300mAhএর ব্যাটারী আছে। সাধারণ ব্যবহারে ব্যাটারিটি 18 দিন পর্যন্ত চলার দাবি করে। কোম্পানীর বলেছে যে, Redmi Band 3-টি একটানা ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারিটি 9 দিন পর্যন্ত চলতে পারবে। স্মার্টব্যান্ডটি দুই ঘণ্টার মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম। এটি ম্যাগনেটিক চার্জিং এবং ব্লুটুথ 5.3 সংযোগ ব্যাবস্থা সমর্থন করে। এছাড়াও স্মার্টব্যান্ডটি WeChat এবং AliPay অফলাইন পেমেন্টকেও সমর্থন করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development