স্মার্টটিভির দুনিয়ায় জমি শক্ত করতে একসঙ্গে তিনটি নতুন প্রোডাক্ট নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে একসঙ্গে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ হয়েছে।
স্মার্টটিভির দুনিয়ায় জমি শক্ত করতে একসঙ্গে তিনটি নতুন প্রোডাক্ট নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে একসঙ্গে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ হয়েছে। Redmi ব্র্যান্ডের অধীনে এই প্রোডাক্টগুলি বাজারে এসেছে। Redmi Smart TV X50, Redmi Smart TV X55 ও Redmi Smart TV X65-তে থাকছে 4K ডিসপমে ও ডলবি অডিও।
Redmi Smart TV X50'র দাম জানায়নি Xiaomi। 1,999 ইউয়ান (প্রায় 21,200 টাকা) থেকে কম দামে এই বাজেট স্মার্টটিভি বাজারে আসবে। Redmi Smart TV X55-এর দাম 2,299 ইউয়ান (প্রায় 24,400 টাকা)। সব শেষে Redmi Smart TV X65-এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। ইতিমধ্যেই চিনে প্রি-অর্ডার শুরু হয়েছে।
এই তিন টিভিতেই থাকছে মেটাল ফ্রেম। থাকছে 97 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। রিমোট কন্ট্রোলে থাকছে ভয়েস কমান্ড।
এই তিন টিভিতেই 12.5W স্পিকার রয়েছে। টিভির ভিতরে রয়েছে দুটি Cortex-A73 কোর ও দুটি Cortex-A73 কোর সিপিইউ। সঙ্গে রয়েছে Mali-G51 জিপিইউ ও 2GB RAM ও 32GB স্টোরেজ।
কানেক্টিভিটির জন্য রয়েছে Wifi, Bluetooth 5.0, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট একটি ইথারনেট পোর্ট।
Redmi Smart TV X50-তে 50 ইঞ্চি ডিসপ্লে, Redmi Smart TV X55-এ 55 ইঞ্চি ডিসপ্লে ও Redmi Smart TV X65-এ 65 ইঞ্চি ডিসপ্লে থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Offering Is Streaming Now: Know Where to Watch the Supernatural Horror Online
Lazarus Is Now Streaming on Prime Video: Know All About Harlan Coben's Horror Thriller Series