লঞ্চ হল Mi Power Bank 3 Pro Edition। 20,000 mAh ক্ষমতার এই পাওয়ারব্যাঙ্কে থাকছে দুই দিকে ফাস্ট চার্জিং টেকনলজি। আপাতত ষুমাত্র চিনে এই পাওয়ারব্যাঙ্ক পাওইয়া যাবে। Mi Power Bank 3 Pro Edition এ থাকছে একটি USB Type-C পোর্ট। এই পোর্টের 45W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। এর সাথে থাকবে দুটি USB Type-A পোর্ট। এই দুটি পোর্টে থাকবে 5V আর 3A চার্জিং পাওয়ার। তবে শুধু স্মার্টফোন ছাড়াও Mi Power Bank 3 Pro Edition ব্যবহার করে ল্যাপটপ চার্জ করা যাবে।
আরও পড়ুন: ‘ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ' দিয়ে বাজার কাঁপাবে Poco F2
Mi Power Bank 3 Pro Edition এর ভিতরে থাকছে একটি 20,000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। শর্ট সার্কিটের হাত থেকজে বাঁচাতে এই পাওয়ার ব্যাঙ্কের ভিতরে একটি বিশেষ সার্কিট থাকছে। USB Type-C পোর্টের মাধ্যমে 45W ফাস্ট চার্কিং সাপোর্ট করবে Mi Power Bank 3 Pro Edition।
আরও পড়ুন: থাকছে 48MP ক্যামেরা! লঞ্চের আগেই দেখে নিন নতুন Redmi ফোন
আরও পড়ুন: ভারতে আসছে 65 ইঞ্চি Xiaomi Mi TV 4
Xiaomi জানিয়েছে এই মডেল ব্যবহার করে স্মার্টফোন ও ল্যাপটপ চার্জ করা যাবে। চিনের কোম্পানিটি জানিয়েছে এই ডিভাইস ব্যবহার করে Apple MacBook Pro, MacBook Air, Google Pixelbook এর মতো ডিভাইসগুলি চার্জ করা যাবে। থাকছে টু ওয়ে চার্জিং সাপোর্ট। অর্থাৎ পাওয়ারব্যাঙ্ক চার্জ করার সময় পাওয়ারব্যাঙ্ক থেকে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
আরও পড়ুন: ফোল্ডেবেল ট্যাবলেট নিয়ে আসছে Xiaomi?
10W চার্জার ব্যবহার করে Mi Power Bank 3 Pro Edition চার্জ হতে 11 ঘন্টা সময় লাগবে। তবে 45W চার্জার ব্যবহার করলে Mi Power Bank 3 Pro Edition চার্জ হতে 4 ঘ্নটা 30 মিনিট সময় লাগবে।
চিনে Mi Power Bank 3 Pro Edition এর দাম 199 ইউয়ান (প্রায় 2,000 টাকা)। 11 জানুয়ারি চিনে এই প্রোডাক্ট বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন