ভারতে আসছে 65 ইঞ্চি Xiaomi Mi TV 4

নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট।

ভারতে আসছে 65 ইঞ্চি Xiaomi Mi TV 4

ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট

হাইলাইট
  • ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট
  • নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল
  • চিনে এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)
বিজ্ঞাপন

ভারতে আসতে চলেছে Xiaomi Mi TV 4 65 ইঞ্চি ভেরিয়েন্ট। সম্রতি টুইটারে একটি পোস্ট করেছেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন। এই টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে। এই মুহুর্তে ভারতে Xiaomi –র সব থেকে বড় টিভির মাপ 55 ইঞ্চি। এই মুহুর্তে ভারতে 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 এর দাম 44,999 টাকা। 55 ইঞ্চি Xiaomi Mi TV 4 Pro এর দাম 49,999 টাকা।  

 

আরও পড়ুন: ‘ওয়াটার ড্রপ ডিসপ্লে নচ' দিয়ে বাজার কাঁপাবে Poco F2

 

নভেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Xiaomi Mi TV 4 এর 65 ইঞ্চি 4K মডেল। চিনে  এই টিভির দাম 5,999 ইউয়ান (প্রায় 63,300 টাকা)। অক্টোবরে 75 ইঞ্চি টিভি লঞ্চ করেছিল কোম্পানি। নতুন 65 ইঞ্চি 4K Xiaomi Mi TV 4 তে চলবে কোম্পানির নিজস্ব PatchWall UI। টিভিটি মাত্র 7.5 মিমি পাতলা। থাকছে Dolby+DTS অডিও ইন্টিগ্রেশান আর 4K HDR সাপোর্ট। এর সাথেই থাকবে 2GB RAM আর 16GB স্টোরেজ। Mi TV সিরিজের সাম্প্রতিক সব টিভির মতোই 65 ইঞ্চি এই টিভিতেও আর্টিফিশায়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ভয়েস কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা যাবে।

 

আরও পড়ুন: Xiaomi মাস্ক পরে বায়ু দূষণকে করুন ঢিসুম! ঢিসুম!

 

নতুন এই টিভির ডিসপ্লের চারপাশে থাকবে পাতলা বেজেল। Mi TV 4 সিরিজের অন্যান্য টিভিতেও একই ডিজাইনের মেটাল বেজেল দেখা গিয়েছে। টিভির ভিতরে রয়েছে কোয়াড-কোর Cortex-A53 প্রসেসার, 2GB RAM আর 16GB স্টোরেজ। Dolby+DTS এর জন্য টিভি দেখার অভিজ্ঞতা আরও ভালো হবে।

 

আরও পড়ুন: Jio –র চাপে জর্জরিত, 65 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea

 

Xiaomi Mi TV 4 তে Android অপেরেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব PatchWall ইউজার ইন্টারফেস। সম্প্রতি ভারতে তিনটি টিভির দাম কমিয়েছিল Xiaomi। নতুন বছরে দুটি 32 ইঞ্চি ও একটি 49 ইঞ্চি টিভি সস্তা হয়েছে। 2,000 টাকা পর্যন্ত দাম কমেছে টিভিগুলি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
  2. রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
  3. Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
  4. Redmi 15 5G বাজার কাঁপিয়ে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম শুনলে কিনতে ছুটবেন
  5. মাত্র 399 টাকায় ChatGPT GO আনল OpenAI, সবচেয়ে সস্তায় 10 গুণ বেশি সুবিধা
  6. Realme P4 5G এর দাম লঞ্চের এক দিন আগেই ঘোষণা হল, বাজেটে সেরা ফোন?
  7. সহজে ভাঙবে বা খারাপ হবে না এমন ফোন আনছে Vivo, লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি
  8. Samsung Galaxy A17 5G এর দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, মিলবে 50MP ক্যামেরা
  9. 7000mAh ব্যাটারির সঙ্গে Redmi Note 15 Pro সিরিজ 21 আগস্ট লঞ্চ হচ্ছে, ডিজাইন, ফিচার্স প্রকাশ হল
  10. 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ঠান্ডা ফ্যান যুক্ত ভারতের প্রথম স্মার্টফোন Oppo K13 Turbo
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »