Jio –র চাপে জর্জরিত, 65 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea

Jio –র চাপে জর্জরিত, 65 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea

নভেম্বরে Vodafone Idea নেটওয়ার্কের মোট গ্রাহ ক সংখ্যা ছিল 42.18 কোটি

হাইলাইট
  • 2018 সালের নভেম্বরে 65 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea
  • Vodafone Idea র মোট গ্রাহক সংখ্যা 42.1 কোটি
  • Jio গ্রাহক সংখ্যা 26.27 কোটি
বিজ্ঞাপন

Jio –র চাপে বাজারে টিকে থাকতে গত হবছর এক হয়েছিল VodafoneIdea। এক হয়ে যাওয়ার পরে ভারতের এক নম্বর কোম্পানি শিরোপা পেয়েছিল Vodafone Idea। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে 2018 সালের নভেম্বরে 65 লক্ষ গ্রাহক হারিয়েছে ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি। একই সময়ে 10 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel। 2018 সালের নভেম্বরে ভারতের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল 102 কোটি। তবে নভেম্বর মাসের Jio গ্রাহকের তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। অক্টোবর মাসের তইথ্য প্রকাশ করেছে TRAI। যদিও এই তথ্য BSNL, MTNL, RCom ও Tata গ্রাহকের সংখ্যা জানা যায়নি।

 

আরও পড়ুন: সাবধান Jio! প্রিপেডে আরও বেশি সুবিধা দিচ্ছে BSNL

ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের শিরোপা ধরে দেখেছে Vodafone Idea। Vodafone Idea র মোট গ্রাহক সংখ্যা 42.1 কোটি। এর মধ্যে 21.59 কোটি Vodafone গ্রাহক। আর 20.5 কোটি Idea গ্রাহক। Airtel -এর গ্রাহক সংখ্যা 31.47 কোটি আর Jio গ্রাহক সংখ্যা 26.27 কোটি।

এখনও ভারতের এক নম্বব টেলিকম কোম্পানি থাকলেও এক মাসে 65 লক্ষ গ্রাহক কোম্পানি ছেড়ে চলে যাওয়ার ঘটনা Vodafone Idea আধিকারিকদের চিন্তায় রাখবে। 2018 সালের অগাস্ট মাসের পরে কোণ মাসেই নতুন গ্রাহক যোগ করতে পারেনি Vodafone Idea। অগাস্ট মাসে Vodafone Idea নেটওয়ার্কে 1.14 লক্ষ গ্রাহক যোগ দিয়েছিলেন।

 

আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্

 

টেলিকম অপারেটার

জুলাই

অগাস্ট

সেপ্টেম্বর

অক্টোবর

নভেম্বর

Vodafone Idea

22.334 কোটি  + 22.060 কোটি

22.448 কোটি + 21.717 কোটি

43.497 কোটি

42.76 কোটি

42.108 কোটি

Airtel

34.488 কোটি

34.588 কোটি

34.352 কোটি

34.166 কোটি

34.176 কোটি

Reliance Jio (TRAI এর তথ্য)

21.526 কোটি

23.923 কোটি

25.225 কোটি

26.275 কোটি

তথ্য নেই

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TRAI, Reliance Jio, BSNL, Airtel
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »