ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের শিরোপা ধরে দেখেছে Vodafone Idea। Vodafone Idea র মোট গ্রাহক সংখ্যা 42.1 কোটি। এর মধ্যে 21.59 কোটি Vodafone গ্রাহক। আর 20.5 কোটি Idea গ্রাহক।
নভেম্বরে Vodafone Idea নেটওয়ার্কের মোট গ্রাহ ক সংখ্যা ছিল 42.18 কোটি
Jio –র চাপে বাজারে টিকে থাকতে গত হবছর এক হয়েছিল Vodafone ও Idea। এক হয়ে যাওয়ার পরে ভারতের এক নম্বর কোম্পানি শিরোপা পেয়েছিল Vodafone Idea। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে 2018 সালের নভেম্বরে 65 লক্ষ গ্রাহক হারিয়েছে ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি। একই সময়ে 10 লক্ষ গ্রাহক হারিয়েছে Airtel। 2018 সালের নভেম্বরে ভারতের মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল 102 কোটি। তবে নভেম্বর মাসের Jio গ্রাহকের তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। অক্টোবর মাসের তইথ্য প্রকাশ করেছে TRAI। যদিও এই তথ্য BSNL, MTNL, RCom ও Tata গ্রাহকের সংখ্যা জানা যায়নি।
আরও পড়ুন: সাবধান Jio! প্রিপেডে আরও বেশি সুবিধা দিচ্ছে BSNL
ভারতের এক নম্বর টেলিকম নেটওয়ার্কের শিরোপা ধরে দেখেছে Vodafone Idea। Vodafone Idea র মোট গ্রাহক সংখ্যা 42.1 কোটি। এর মধ্যে 21.59 কোটি Vodafone গ্রাহক। আর 20.5 কোটি Idea গ্রাহক। Airtel -এর গ্রাহক সংখ্যা 31.47 কোটি আর Jio গ্রাহক সংখ্যা 26.27 কোটি।
এখনও ভারতের এক নম্বব টেলিকম কোম্পানি থাকলেও এক মাসে 65 লক্ষ গ্রাহক কোম্পানি ছেড়ে চলে যাওয়ার ঘটনা Vodafone Idea আধিকারিকদের চিন্তায় রাখবে। 2018 সালের অগাস্ট মাসের পরে কোণ মাসেই নতুন গ্রাহক যোগ করতে পারেনি Vodafone Idea। অগাস্ট মাসে Vodafone Idea নেটওয়ার্কে 1.14 লক্ষ গ্রাহক যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: দশটি অজানা তথ্য
| টেলিকম অপারেটার | জুলাই | অগাস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর |
| Vodafone Idea | 22.334 কোটি + 22.060 কোটি | 22.448 কোটি + 21.717 কোটি | 43.497 কোটি | 42.76 কোটি | 42.108 কোটি |
| Airtel | 34.488 কোটি | 34.588 কোটি | 34.352 কোটি | 34.166 কোটি | 34.176 কোটি |
| Reliance Jio (TRAI এর তথ্য) | 21.526 কোটি | 23.923 কোটি | 25.225 কোটি | 26.275 কোটি | তথ্য নেই |
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
Redmi 15 5G বাজার কাঁপিয়ে 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম শুনলে কিনতে ছুটবেন