ভারতে আসছে Xiaomi ইনডাকশান কুকার আর স্মার্ট রাইস কুকার। Xiaomi-র সাব ব্র্যান্ড Mijia –র হাত ধরে ভারতে আসছে এই দুটি প্রোডাক্ট। ইতিমধ্যেই চিনে এই দুটি ইলেকট্রিকাল অ্যাপলায়েন্স বিক্রি করে Xiaomi।
Xiaomi Mijia ইনডাকশান কুকার
ভারতে একের পর এক প্রোডাক্ট লঞ্চ করছে Xiaomi। সম্প্রতি ভারতে কোম্পানির স্পোর্টস সু লঞ্চ হয়েছে। এবার ভারতে আসছে Xiaomi ইনডাকশান কুকার আর স্মার্ট রাইস কুকার। Xiaomi-র সাব ব্র্যান্ড Mijia –র হাত ধরে ভারতে আসছে এই দুটি প্রোডাক্ট। ইতিমধ্যেই চিনে এই দুটি ইলেকট্রিকাল অ্যাপলায়েন্স বিক্রি করে Xiaomi। ভারতে কবে কোম্পানির কুকার লঞ্চ হবে তা জানায়নি Xiaomi।
Xiaomi গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন সম্প্রতি ট্যুইটারে এই দুটি প্রোডাক্টের টিজার প্রকাশ করেছেন। এই টিজারে Mijia ব্র্যনাডের দুটি কুকার দেখা গিয়েছে। একটি Xiaomi Mijia Induction Cooker অন্যটি Mijia Smart Rice Cooker। টিজারে জানানো হয়েছে স্বাস্থ্যকর বার্গার, পাস্তা ও পিৎজা বাজানো যাবে এই কুকারে। মনে করা হচ্ছে ক্যালোরি মেপে এই কুকারে রান্না করা যাবে।
Burgers, pizzas, pasta, biryani! ????
— Mi India (@XiaomiIndia) April 1, 2019
Why does tasty food always end up being unhealthy & calorie heavy? ????
Things are about to change. Can you guess what's coming? ????️ pic.twitter.com/oW6xstKdYl
চিনে Mijia রাইস কুকারের দাম 599 ইউয়ান (প্রায় 6,100 টাকা)। কুকার প্লেটের দাম শুরু হচ্ছে 199 ইউয়ান থেকে (প্রায় 2,000 টাকা)। রাইস কুকারে রয়েছে একটি OLED ডিসপ্লে। স্মার্টফোনের সাথে কানেক্ট করে এই কুকারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।
দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় Mijia ইনডাকশান কুকার। বেস ভেরিয়েন্টের দাম 299 ইউয়ান (প্রায় 3,000 টাকা)। লাঈ ভেরিয়েন্টের দাম 199 ইউয়ান (প্রায় 2,000 টাকা)। Mijia ইনডাকশান কুকারে রয়েছে একটি নচ ও একটি OLED ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল। তবে লাইট ভেরিয়েন্টে কোন OLED ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল থাকছে না।
এছাড়াই ভারতে একটি স্মার্ট ওয়েট স্কেল নিয়ে আসছে চিনের কোম্পানিটি। তবে কবে ভারতে এই তিনটি প্রোডাক্ট লঞ্চ হবে তা জানাননি মনু।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset