গত বছর চিনে লঞ্চ হয়েছিল Mijia Smart Sneakers 2। জুতো রয়েছে ফাইভ ইন ওয়ান ইউনি মডেলিং ডিজাইন। প্রত্যেকে মোল্ডকে আলাদা করার জন্য রয়েছে পাতলা ও নমনীয় একটি ফিল্ম।
Photo Credit: Twitter/ Mi India
সোমবার Mi India টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করেছে Xiaomi
ভারতে নতুন স্মার্ট জুতো লঞ্চ করল Xiaomi। 2017 সালে কোম্পানির Mijia ব্র্যান্ড এর অধীনে এই প্রোডাক্ট চিনে লঞ্চ হয়েছিল। এরপর 2018 সালের লঞ্চ হয় দ্বিতীয় জেনারেশনের স্মার্ট জুতোগুলি। অবশেষে ভারতে আসছে Xiaomi -র স্মার্ট জুতো। সোমবার ভারতের একটি টিজার লঞ্চ করে এই কথা জানিয়েছেন চিনের কোম্পানিটি।
আরও পড়ুন: Redmi, Nokia, Realme, Honor সহ জনপ্রিয় সব ফোনে দেদার ছাড় দিচ্ছে Flipkart
সোমবার Mi India টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছে Xiaomi। এই ছবিতে একটি জুতো দেখা গিয়েছে। সাথে ‘পায়ে গলিয়ে এগিয়ে চলা' -র বার্তা দিয়েছে কোম্পানি।
Guess what's coming? #BFF pic.twitter.com/J6VFACcbu1
— Mi India (@XiaomiIndia) February 4, 2019
তবে ভারতে কবে এই ডিভাইস লঞ্চ হবে অথবা নতুন জুতোর দাম জানায়নি বেজিং এর কোম্পানিটি। চিনে Xiaomi -র স্মার্ট জুতোর মধ্যে Intel চিপ ব্যবহার হয়। প্রতিবেশী দেশে এই জুতোর দাম শুরু হচ্ছে 299 ইউয়ান (প্রায় 3,200 টাকা) থেকে।
আরও পড়ুন: Xiaomi কে টেক্কা দিতে পারবে Samsung Galaxy M10? পড়ুন রিভিউ
![]()
Xiaomi Mijia Sneakers 2
গত বছর চিনে লঞ্চ হয়েছিল Mijia Smart Sneakers 2। জুতো রয়েছে ফাইভ ইন ওয়ান ইউনি মডেলিং ডিজাইন। প্রত্যেকে মোল্ডকে আলাদা করার জন্য রয়েছে পাতলা ও নমনীয় একটি ফিল্ম।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে বিক্রি শুরু হল Realme C1
চিনে Mijia Smart Sneakers 2 এর দাম শুরু হচ্ছে 199 ইউয়ান (প্রায় 2,100 টাকা) থেকে। পাঁচটি আলাদা রঙের এই জুতো পাওয়া যায়। মনে করা হচ্ছে ভারতে এই জুতো লঞ্চ এর সময় সবকটি রং পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Blue Origin Joins SpaceX in Orbital Booster Reuse Era With New Glenn’s Successful Launch and Landing
AI-Assisted Study Finds No Evidence of Liquid Water in Mars’ Seasonal Dark Streaks