ইনস্টাগ্রাম এখন স্ক্রল না করা পর্যন্ত নতুন কিছু দেখাবে না
Photo Credit: Instagram
Automatic refreshing of the feed was a feature and not a glitch, Instagram has confirmed
সোশ্যাল মিডিয়াতে ইন্সটাগ্রাম জানিয়েছে যে, তারা একটি ফিচার বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, এই ফিচারটি ব্যবহারকারীদের বহুদিন ধরে বিরক্ত করছিল, তাই তারা এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে ব্যাবহারকারীরা বেশ কিছু সময় অ্যাপটি বন্ধ রেখে আবার খোলার পর, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিডটি নিজে থেকে রিফ্রেশ হবে না। এর ফলে ব্যবহারকারকারীরা প্রথম তাদের স্ক্রিনে যে পোস্টগুলি দেখতে পেয়েছিল, সেগুলি আবার দেখতে পারবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই আপডেটটি আসার ফলে ইনস্টাগ্রামের যে রিল এবং স্টোরিগুলিতে ভিউজ আসে না, সেগুলির গুণমান আরও কমিয়ে দেওয়া হবে, যাতে যে ভিডিওগুলির বেশি ভিউজ আসে, সেগুলো সকলের কাছে বেশি করে পৌঁছাতে পারে।
সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান Adam Mosseri-কে একটি Ask Me Anything (AMA) (Via @_blunderchif) চলাকালীন সোশ্যাল মিডিয়ার পরিবর্তন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেটি ব্যবহারকারীদের কাছে অজানা ছিল। কর্মকর্তা
বলেন যে, অভ্যন্তরীণভাবে 'Rug Pull' নামে একটি বৈশিষ্ট্যটির কাজ করা তারা বন্ধ করেছে। এটি একটি ইউজার ইন্টারফেস (UI) ফিচার, যার ফলে যখন ব্যবহারকারীরা অ্যাপে প্রবেশ করত, তখন ফিডটি নিজে থেকেই রিফ্রেশ হয়ে যেত ।
Mosseri-এর মতে, অ্যাপটি যখন কন্টেন্ট বা কোন বিষয়বস্তু লোড করছিল, সেইসময় সর্বশেষ ডাউনলোড করা পোস্টগুলি এবং ভিডিওগুলি দেখা যাচ্ছিল। এটির লক্ষ্য ছিল ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানো। কোম্পানির আধিকারিকরা স্বীকার করেছেন যে, এটি সত্যিই বিরক্তিকর ছিল, কারণ ব্যবহারকারীরা কোনো আকর্ষণীয় বিষয়বস্তু স্ক্রিনে যখন প্রথম দেখত এবং পরে সেটি উধাও হয়ে যেত এবং সেটি দেখার জন্য আবার তাদের স্ক্রল করে নিচে নামিয়ে দেখতে হত, এরফলে তাদের আকর্ষণ কমে যেত। নতুন পরিবর্তনটি করার পর এটি ঠিক করা গিয়েছে। Mosseri-এর মতে, এর ফলে ব্যবহারকারীরা আর বিরক্ত হবে না।
এবার থেকে ইন্সটাগ্রাম নিজে থেকে ফিডটি রিফ্রেশ করার পরিবর্তে, ব্যবহারকারীরা যতক্ষণ না সেটি স্ক্রল করছে ততক্ষণ নতুন বিষয়বস্তুগুলি নিজে থেকে দেখাবে না। এবং পরবর্তীক্ষেত্রে নতুন লোড হওয়া পোস্টগুলি, ইতিমধ্যেই ডিসপ্লে করা পোস্টগুলোর নীচে দেখাবে।
এই সিদ্ধান্তের ফলে, “এনগেজমেন্ট হিট” উপর বিরূপ প্রভাব থাকা সত্ত্বেও, এটা মনে করা হচ্ছে যে,, অধিকাংশ ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped