প্রাইম ইউজারদের এবার থেকে আরওবেশি সুবিধা দেবে Amazon। প্রাইম ইউইজারদের মাত্র দুই ঘন্টায় ডেলিভারি দেবে Amazon।
Amazon Prime Now
প্রাইম ইউজারদের এবার থেকে আরওবেশি সুবিধা দেবে Amazon। এবার থেকে সকাল 6টা থেকে রাত 12 টার মধ্যে অর্ডার করলে প্রাইম ইউইজারদের মাত্র দুই ঘন্টায় ডেলিভারি দেবে Amazon। এছাড়াও বাকি গ্রাহকদের জন্য একই দিনে ডেলিভারি ও পরের দিন ডেলিভারির অপশান থাকবে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই ও নতুন দিল্লিতে Parime Now নামে একটি অ্যাপ বেসড সার্ভিস চালু করেছে Amazon। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাতে এই একই সুবিধা শুরু করেছিল মার্কিন কোম্পানিটি।
আপাতত এই অ্যাপ এ 10,000 টি প্রোডাক্ট এর মধ্যে যে কোন প্রোডাক্ট কিনে নিতে পারবেন আপনি। এর মধ্যে অন্যতম, ফল, শাকশব্জি, মুদিখানা, মাছ, মাংস ও সংসারে প্রয়োজনীয় সব প্রোডাক্ট। এই জিনিসগুলি অর্ডার করলে প্রাইম ইউজারদের মাত্র ২ ঘন্টায় উপরের শহরগুলিতে অ্যামাজন ডেলিভারি করে দেবে। BigBazaar, Aditya Birla More এর মতো সেলাররা এই সার্ভিসে প্রোডাক্ট বিক্রি করবেন। এছাড়াও 150 টি মুদিখানার জিনিস পাওয়া যাবে এই Prime Now স্টোরে।
“হোম কিচেন” নামে নতুন ক্যাটাগরি চালু করেছে Amazon India। এছানেই গ্রাহকরা বেস্ট সেলিং প্রোডাক্টগুলি কিনতে পারবেন। এর মধ্যেই আছে ইলেক্ট্রনিক অ্যাকসেসারিজ ও বাড়ি ও রান্না ঘরের বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও মুদিখানা কেনাকাটায় 30% ছাড়া পাবেন গ্রাহকরা। এছাড়াও Amazon Pay তে অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন গ্রাহকরা।
সময়ে ডেলিভারি করার জন্য মোট 15 টি নতুন ফুলফিল্মেন্ট সেন্টার খুলবে Amazon। সেখানে থাকবে তাপমাত্রা নিয়ন্ত্রিত এলাকা। ফল ও শাকশব্জি টাটকা রাখার জন্যই এই ব্যাবস্থা। আর থাকবে হোম ও কিচেন অ্যাপলায়েন্স, বিউটি প্রোডাক্ট। প্রসঙ্গত উপরে জানানো শহরগুলির প্রাইম গ্রাহকদের এই পরিষেবা পেতে গেলে App Store বা Play Store থেকে কোম্পানির Paime Now অ্যাপ টি ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
Amazon India এর প্রতিনিধি বলেন, “নতুন Prime Now অ্যাপ এর মাধ্যমে এই গ্রোসারি ডেলিভারি সার্ভিস চালু করতে পেরে আমরা উত্তেজিত। এর ফলে আমরা গ্রোসারি ডেলিভারি সার্ভিসকে আরও বড় করে তুলতে পারব।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset