আগামী 10 জুন অ্যাপ স্টোরের দশ বছর পূর্ণ হবে। আর গত দশ বছরে অ্যাপ স্টোরের পরিসখ্যান নঞ্চ করলো এক কোম্পানি। গত দশ বছরে অ্যাপ স্টোরে 1 মিলিয়ান ডলার রোজগার করেছে এমন অ্যাপ এর সংখ্যা প্রায় 10,000। এছাড়াও ভবিষ্যতে বিশাল লাভের সম্ভাবনা আছে অ্যাপ স্টোর এর। শুধুমাত্র খাওয়া পড়া যোগানোই নয়, ডেভেলপারদের কেরিয়ারে নতুন দিগন্ত খুলে দেবে অ্যাপ স্টোর।
এই রিপোর্টে জানানো হয়েছে 2010 সালের জুলাই মাস থেকে 2017 সালের ডিসেম্বর মাস পর্যন্ত অ্যাপ স্টোর থেকে 170 বিলিয়ান অ্যাপ ডাউনলোড হয়েছে। এর ফলে গ্রাহকরা মোট 130 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 8,70,00 কোটি টাকা) খরচ করেছেন অ্যাপ স্টোরে। এর মধ্যে 10,000 অ্যাপ এক মিলিয়ান ডলার ব্যাবসা করেছে। 1 মিলিয়ান থেকে 10 মিলিয়ান ডলার রোজগার করেছে 2,293 টি অ্যাপ। এছাড়াও অ্যাপ স্টোরে 564 টি অ্যাপ আছে যারা গত দশ বছরে 10 মিলিয়ান মার্কিন ডলারের বেশি রোজগার করেছে। এই রিপোর্টেই জানানো হয়েছে ডিভাইসের সংখ্যা অনেক কম হলেও প্লে স্টোরের প্রায় দ্বিগুন টাকা রোজগার করা সম্ভর অ্যাপ স্টোর এর মাধ্যমে।
ব্রাজিল, চিন বা ভারতের মতো দেশে একজন iPhone গ্রাহক তার ফোনে গড়ে 100 টি করে অ্যাপ ইন্সটল করেন। এর মধ্যেই 40 টি অ্যাপ প্রতি মাসে ব্যাবহার করেন গ্রাহকরা। আর অ্যাপ স্টোর এ মোট অ্যাপ ব্রিক্রির 60% এশিয়া পেসিফিক এলাকা থেকে হয়েছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে। চিনে 2014 সালে iPhone 6 আর iPhone 6 Plus লঞ্চের পরেই বিশাল এই গ্রোথ শুরু হয়েছিল।
আমেরিকা এখনো অ্যাপ স্টোরে ডাউনলোডে এক নম্বরে রয়েছে। আমেরিকায় এখনো পর্যন্ত 40.1 বিলিয়ান অ্যাপ ডাউনলোড হয়েছে অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আমেরিকানরা খরচ করেছে 36 বিলিয়ান মার্কিন ডলার। এই লিস্টে দ্বিতীয় স্থানে আছে চিন। চিনে মোট 39.9 বিলিয়ান ডাউনলোড হয়েছে অ্যাপ স্টোর থেকে। চিনের নাগরিকরা মোট 27.7 বিলিয়ান মার্কিন ড,লার খরচ করেছেন অ্যাপ স্টোরে।
এখনো পর্যন্ত অ্যাপ স্টোরে মোট 4.5 মিলিয়ান অ্যাপ রিলিজ করা হয়েছে। 2017 সালে অ্যাপের ভিতরে টাকা খরচে শীর্ষ স্থান অধিকার করেছে Netflix, Tencent Video ও iQiyi এর মতো ভিডিও অ্যাপগুলি। এছাড়াও প্রথম পাঁচে আছে জনপ্রিয় ডেটিং অ্যাপ Tinder।
এই রিপোর্টে বলা হয়েছে 2022 সালে অ্যাপ স্টোরে মোট 75.7 বিলিয়ান মার্কিন ডলার খর হবে। যা 2017 সালের থেকে 80% বেশি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন