Messenger অ্যাপ এ পৌঁছালো “ডার্ক মোড”। যে কোন Android ও iOS ডিভাইসে এই ফিচার ব্যবহার করা যাবে। গত বছর অক্টোবর মাসে এই ফিচার নিয়ে আসার কথা জানিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়েন্ট।
যে কোন ডিভাইসে Messenger এ ডার্ক মোড শুরু করা যাবে
Messenger অ্যাপ এ পৌঁছালো “ডার্ক মোড”। যে কোন Android ও iOS ডিভাইসে এই ফিচার ব্যবহার করা যাবে। গত বছর অক্টোবর মাসে এই ফিচার নিয়ে আসার কথা জানিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়েন্ট।
সোমবার এক ব্লগ পোস্টে Facebook জানিয়েছে “আমরা লুকিয়ে রাখার চেষ্টা করলেও ইতিমধ্যেই অনেকেই Messenger অ্যাপের ডার্ক মোড খুঁজে পেয়েছেন।আপাতত সীমিত সময়ের জন্য এই ফিচার ব্যবহার করা যাবে। চাঁদের ইমোজি পাঠিয়ে যে কোনও ডিভাইসে Facebook Messenger এ ডার্ক মোড অন করা যাবে।”
![]()
Messenger অ্যাপ এ পৌঁছালো “ডার্ক মোড”
ছবি: Reddit/ Hegaton
চাঁদের ইমোজি পাঠিয়ে যে কোন ডিভাইসে Messenger এ ডার্ক মোড শুরু করা যাবে। নির্দিষ্ট এই ইমোজি পাঠালেই Messenger অ্যাপ এর মধ্যে ‘ডার্ক মোড' অন করার অপশান চলে আসবে।
ডার্ক মোডে Messenger অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে। এর ফলে চোখে যেমন কম চাপ পড়বে একই ভাবে ব্যাটারি ব্যাক আপ বাড়াতে সাহায্য করবে ডার্ক মোড। বিশেষ করে ফোনে AMOLED ডিসপ্লে থাকলে ডার্ক মোডে ব্যাটারি ব্যাক আপ এ অনেকটা পার্থক্য চোখে পড়বে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale