Google Maps এর নতুন ফিচার ব্যবহার করে প্রিয়জনের সাথে বাস বা ট্রেনে চড়ার সময় লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন। লাইভ কোকেশানের সাথেই আপনি কখন গন্তব্যে পৌঁছাবেন তা প্রিয়জনকে জানিয়ে দেবে Google Maps।
Google Maps এর নতুন ফিচার ব্যবহার করে প্রিয়জনের সাথে বাস বা ট্রেনে চড়ার সময় লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন
বাস ও ট্রেনে সফরের সময় এবার Google Maps এর মাধ্যমে লাইভ লোকেশান শেয়ার করা যাবে। এর মাধ্যমেই কখন গন্তব্যে পৌঁছাবে তা জানিয়ে দেবে Google Maps। আগের লাইভ লোকেশানের সাথে এক্সটেনশানের মাধ্যমে নতুন এই ফিচার যোগ হয়েছে Google Maps এ। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে খুব শিঘ্রই এই ফিচার iOS ডিভাইসে পৌঁছে যাবে। নতুন এই ফিচার ব্যবহারের জন্য Android ডিভাইসে Google Maps অ্যাপ আপডেট করা বাধ্যতামূলক।
Google Maps এর নতুন ফিচার ব্যবহার করে প্রিয়জনের সাথে বাস বা ট্রেনে চড়ার সময় লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন। লাইভ কোকেশানের সাথেই আপনি কখন গন্তব্যে পৌঁছাবেন তা প্রিয়জনকে জানিয়ে দেবে Google Maps। Facebook Messenger বা WhatsApp এর মতো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে লোকেশান শেয়ার করা যাবে। নতুন এই ফিচার ব্যবহারের জন্য Google Maps এর মধ্যে নেভিগেশান শুরু করে ডান দিকে নীচে ‘Share Trip' সিলেক্ট করতে হবে। এরপরে তালিকায় WhatsApp বা Messenger এর মতো অ্যাপ ব্যবহার করে প্রিওয়জনের সাথে তা শেয়ার করতে হবে।
![]()
এই বছর মার্চ মাসে Google Maps ব্যবহার করে লাইভ লোকেশান শেয়ার করার অপশান শুরু হয়েছিল। সেই ফিচারকেই আরও প্রসারিত করল নতুন এই আপডেট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
My Hero Academia Vigilantes Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Can This Love Be Translated is Coming Soon on Netflix: What You Need to Know
Theeyavar Kulai Nadunga OTT Release Date: When and Where to Watch it Online?
Emily in Paris Season 5 OTT Release Date: When and Where to Watch it Online?