Google Play তে সাবস্ক্রিপশান সার্ভিস শুরু করার পরিকল্পনা করছে Google। সম্প্রতি এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে। নতুন এই সাবস্ক্রিপশান সার্ভিসের নাম হতে চলেছে 'Play Pass'। নতুন এই সার্ভিসের মাধ্যমে Android গ্রাহকরা পেড অ্যাপ এর মাসিক সাবস্রিপশান কিনতে পারবেন। জুন মাসে প্রথম এই ফিচারের খবর পাওয়া গিয়েছিল। সম্প্রতি এক সমীক্ষা এই সার্ভিসের খবর আবার সামনে আসে। তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি Google।
জুন মাসে Google Play Store এর APK ফাইল থেকে প্রথম এই ফিচারের কথা জানিয়েছিলেন এক XDA ফোরামের সদস্য। সেই সময় XDA ফোরামে তিনি এই সাবস্ক্রিপশান সার্ভিসের কথা জানিয়েছিলেন। Xposed Framework ব্যবহার করে Google Play Store এর ভিতরে গিয়ে এই খবর পান তিনি।
সম্প্রতি Google এর এক সমীক্ষায় এক একটি প্রশ্নে আবার 'Play Pass' এর উল্লেখ করা হয়েছে। আর তাই আবার শিরোনামে এসেছে এই ফিচার। তবে কবে ন্মতুন এই সাবস্ক্রিপসান ফিচার লঞ্চ হবে সেই প্রসঙ্গে কোন তথ্য জানা যায়নি।
এই সার্ভিস এখনো অফিশিয়ালি শুরু করেনি Google। তবে নতুন এর সাবস্ক্রিপশান সার্ভিসের নাম হতে চলেছে 'Play Pass'।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন