এবার থেকে ইন্সটাগ্রাম স্টোরির মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যাবে। আগে ইন্সটাগ্রামে পোস্ট করে অ্যাপ থেকে না বেরিয়ে প্রোডাক্ট কেনা যেত এই ফটো শেয়ারিং অ্যাপ থেকে। এবার থেকে স্টোরির উপরে একটি স্টিকার দেখা যাবে। সেখানেই থাকবে একটি শপিং ব্যাগ আইকন। সেই আইকনে ট্যাপ করেই অ্যাপ থেকেই জিনিস কিনতে পারবেন গ্রাহকরা। অনেক দিন ধরেই শপিং এর মাধ্যমে লাভের চেষ্টা করছে ইন্সটাগ্রাম। 2016 সালের আগস্ট মাসে স্ন্যাপচ্যাট থেকে অনুপ্রানিত হতে ইন্সটাগ্রাম স্টোরি ফিচার লঞ্চ করে এই ফটো শেয়ারিং অ্যাপ। আর শুরু থেকেই ব্যাবসায়ীদের মন জয় করেছিল এই ফিচার।
শুরুতে Adidas, Aritzia ও Louis Vuitton এর মতো কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির বিক্রি শুরু হবে। খুব শিঘ্রই সাধারন ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছে যাবে। সেখানে ছবির উপরে একটি শপিং ব্যাগ আইকন থাকবে। এই আইকনে ট্যাপ করলেই প্রোডাক্টের সব ডিটেলস পেয়ে যাবেন গ্রাহকরা।
এক ব্লগ পোস্টে ইন্সটাগ্রাম জানিয়েছে “আজ থেকে আমরা শপিংকে নিউজ ফিডের বাইরে নিয়ে যাচ্ছি।”
সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে গ্রাহকরা ইন্সটাগ্রামে নিজেদের পছন্দের ব্র্যান্ডের লেটেস্ট প্রোডাক্ট সম্প্ররকে ওয়াকিবহাল থাকতে ইন্সটাগ্রাম স্টোরি ব্যবহার করেন। এর সাথেই অন্য ব্র্যান্ডের প্রডাক্টের সাথে তুলনার জন্যেও ইন্সটাগ্রাম স্টোরি ব্যবহার করেন গ্রাহকরা। আর এই কারনেই নতুন এই শপিং ফিচার লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের এই কোম্পানি। ইন্সটাগ্রাম জানিয়েছে স্টোরিকে সবথেকে ভালোভাবে ব্যাবহার করেছে এই ব্র্যান্ডগুলি। ইন্সটাগ্রাম স্টোরিতে সবথেকে বেশিবার ভিউ হওয়া স্টোরি সবকটি এসেছে জনপ্রিয় ব্র্যান্ডগুলি থেকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন