গ্রাহকের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সুন্দর করে তুলতে বৃহস্পতিবার Pinterest এ যোগ হল নতুন ডিজাইন। এছাড়াও এক ট্যাপের ফলো করে এবার Pinterest এর মাধ্যমে ব্যবহাসীরা আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবেন। এবার থেকে নির্দিষ্ট অর্ডারে পিনটারেস্ট ব্রাউজ করা যাবে। এছাড়াও অ্যালগোরিদমের মাধ্যমেও ব্রাউজ করা যাবে এই সোশ্যাল অ্যাপ। ইতিমধ্যেই সারা বিশ্বের Pinterest গ্রাহক নতুন ডিজাইন আপডেট পেতে শুরু করেছেন।
নতুন এই আপডেটের ফলে যে ক্রমে পিন সেভ করা হয়েছিল সেই ক্রমানুসারে পরে পিন দেখা যাবে। গ্রাহকের শপিং অভিজ্ঞতা আরও সুন্দর করে আনতে একাধিক নতুন ফিচার যোগ হয়েছে Pinterest এ। এবার থেকে Instagram এর মতো স্ক্রিনে একবারে একটি মাত্র পোস্ট দেখা যাবে Pinterest এ।
এই বছর শুরুতে নতুন ‘ফলোইং' ট্যাব লঞ্চ করেছিল Pinterest। নতুন এই ফিচারে যে কোন Pinterest গ্রাহককে ফলো করে তাদের পিন সম্পর্কে আপডেট পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন