HDFC ব্যাঙ্কের গ্রাহকরা এই সেলে 10 শতাংশ ছাড় পাবেন। নির্বাচিত কিছু প্রোডাক্টে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ট্রানজাকশান করলে HDFC ব্যাঙ্কের গ্রাহকদেরর এই সুবিধা দেবে Flipkart।
ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা EMI ট্রানজাকশানে 5 শতাংশ ছাড় পাবেন।
শুরু হয়ে গিয়েছে Flipkart-এর 'Superr Sale'। গতকাল রাত 9টায় শুধুমাত্র Flipkart Plus গ্রাহকদের জন্য এই সেল শুরু হলেও রাত 12 টায় সব Flipkart গ্রাহকের জন্য শুরু হয়েছে এই সেল। মাত্র এক দিন এই সেল চলবে। এই সেলে Flipkart Plus গ্রাহকরা বিনামূল্যে শিপিং এর সুবিধা পাবেন।
HDFC ব্যাঙ্কের গ্রাহকরা এই সেলে 10 শতাংশ ছাড় পাবেন। নির্বাচিত কিছু প্রোডাক্টে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ট্রানজাকশান করলে HDFC ব্যাঙ্কের গ্রাহকদেরর এই সুবিধা দেবে Flipkart। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকরা EMI ট্রানজাকশানে 5 শতাংশ ছাড় পাবেন।
দেখে নেওয়া যাক Flipkart 'Superr Sale'এর সেরা কিছু ডিল:
Apple iPad (6th generation) 32GB WiFi
গত সেলে আপনি মিস করে থাকলে আবার 24,900 টাকায় কিনতে পারবেন Apple iPad (6th generation) 32GB WiFi। এই ল্যাপটপে রয়েছে একটি 9.7 ইঞ্চি রেটিনা ডিসপ্লে। Apple iPad (6th generation) 32GB WiFi মডেলে প্রিলোডেড থাকবে iOS 11।
Google Pixel 2 128GB
Android বাজারে অন্যতম নজপ্রিয় স্মার্টফোন Google Pixel 2। এই সেলে মাত্র 50,999 টাকায় (দাম 70,000 টাকা) Google Pixel 2 128GB কেনা যাবে। এর উপরে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 8,000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন। এর সাথেই এক্সচেঞ্জ অফারে 15,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে Flipkart।
Nokia 5 16GB
Flipkart 'Superr Sale' এ মাত্র 9999 টাকায় (দাম 15,299 টাকা) Nokia 5 16GB কেনা যাবে। এর সাথেই এক্সচেঞ্জ অফারে 9999 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। HDFC ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।
Microsoft Xbox One S 1TB bundle
Assassin's Creed Origins ও Rainbow Six Siege গেম সহ Microsoft Xbox One S 1TB মডেলের দাম কমে হয়েছে 22,490 টাকা (দাম 30,990 টাকা)। পুরোনো গেমিং কনসোল এক্সচেঞ্জ করে অতিরিক্ত 3000 টাকা ছাড় পেতে পারেন।
Apple Watch Series 3 42mm
Flipkart সেলে Apple Watch Series 3 42mm এর দাম কমে হয়েছে 28,900 টাকা (দাম 34,410 টাকা)। তবে এই ভেরিয়েন্টে সেলুলার কানেকশান পাবেন না। এটি সাধারন GPS ভেরিয়েন্ট।
Google Chromecast 2
'Superr Sale' এ Google Chromecast 2 এর দাম কমে হয়েছে 2,799 টাকা (দাম 3,399 টাকা)। স্মার্টফোন ও ল্যাপটপ থেকে টিভিতে মিডিয়া শ্ত্রিম করার জন্য ব্যবহার হয় Google Chromecast 2।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sarvam Maya Set for OTT Release on JioHotstar: All You Need to Know About Nivin Pauly’s Horror Comedy
Europa’s Hidden Ocean Could Be ‘Fed’ by Sinking Salted Ice; New Study Boosts Hopes for Alien Life