2018 সালে ইন্টারনেটের জনপ্রিয় 10টি মিম

। গত কয়েক বছরের মতোই 2018 সালেও একের পর এক মিম ভাইরাল হয়েছিল। বছর শেষের ঠিক আগে বছরের সেরা দশটি মিম দেখে নেওয়া যাক।

2018 সালে ইন্টারনেটের জনপ্রিয় 10টি মিম

এই বছর জনপ্রিয় হয়েছিল ইলন মাস্কের গাঁজা টানা মিম

হাইলাইট
  • ব্যস্ত জীবনে একটু খোলা হাওয়া দেয় ইন্টারনেটের মিমগুলি
  • সোশ্যাল মিডিয়া ইলন মাস্কের গাঁজা টানার মিমে ছেয়ে গিয়েছিল
  • বাদ যাননি রাধিকা আপ্টে
বিজ্ঞাপন

ব্যস্ত জীবনে একটু খোলা হাওয়া দেয় ইন্টারনেটের মিমগুলি। আমাদের জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে এই মিমগুলি। গত কয়েক বছরের মতোই 2018 সালেও একের পর এক মিম ভাইরাল হয়েছিল। বছর শেষের ঠিক আগে বছরের সেরা দশটি মিম দেখে নেওয়া যাক।

1. ইলক মাস্কের গাঁজা টানা
YouTube এ জো রোগানের সাথে পোডকাস্টের সময় গাঁজা টেনতে দেখা গিয়েছিল মার্কিন বিজনেস টাইকুন ইলন মাস্ককে। এর পরেই সোশ্যাল মিডিয়া ইলনের গাঁজা টানার মিমে ছেয়ে গিয়েছিল। এই ঘটনার পরেই ইলনের জনপ্রিয় কোম্পানি Tesla র শেয়ারের দাম হুহু করে কমতে থাকে।

 

 

 

আরও পড়ুন: জলের দরে বিক্রি হচ্ছে এই দশটি জনপ্রিয় অ্যাপ ও গেম

2. আমার কোন জিনিস যদি পছন্দ না করেন . . .

"If you don't live me at my..." পোস্ট 2018 সালে ভাইরাল হয়েছিল। সাধারন মানুষের সাথেই একাধিক জনপ্রিয় ব্যান্ড এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।

 

 

 

 

 

3. ইতিহাসে সবথেকে সাহসী শঙ্কর প্রজাতি

এই বছর রিলিজ করেছিল অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার সিনেমা। সেই সিনেমায় দেখা এই শঙ্গর প্রজাতির প্রাণী ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কেড়েছিল।

 

 

 

 

 

আরও পড়ুন: 2018 সালের সুপারহিট দশটি স্মার্টফোন

4. Netflix এ রাধিকা আপ্টের উপস্থিতি

এই বছর Netflix –এর প্রায় সব সিরিজেই জনপ্রিয় আভিনেত্রী রাধিকা আপ্টেকে দেখা গিয়েছে। যা ইন্টারনেটে মিম এর বিষয় হয়ে উঠেছিল।

 

 

 

 

5. টাইড পডস

এই বছর ইন্টারনেটে ঝড় তুলেছিল টাইড ডিটারজেন্ট পড। যা ইন্টারনেটে হাসির খোরাক হয়েছিল।

 

 

 

 

 

6. কোন সেলফোন দেখা যাচ্ছে না

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোন ছবিতে কোন যায়গায় মোবাইল ফোন দেখা না গেলে না নিয়ে মিম তৈরী হয়েছে। টুইটারে এক পোস্ট থেকে প্রথম এই মিমের সূত্রপাত হয়েছিল।

 

 

 

 

 

 

7. থ্যাঙ্ক ইউ, নেক্সট

এটি একটি গানের লাইন। আগুনের মতো ছড়িয়ে পরেছিল এই মিম। অনেকেই নিজেকে এই মিমের সাথে জড়াতে পেরেছিলেন। তাই দ্রুত ভাইরাল হয়েছিল বিষয়টি।

 

 

 

 

 

আরও পড়ুন: 2018 সালে WhatsApp –এ যোগ হয়েছে এই ফিচারগুলি

8. ইনফিনিটি ওয়ার

মিম দুনিয়ায় আবার ফিরে এসেছে 2018 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমা।

 

 

 

 

 

9. ড্রেক

এই বছর ড্রেক মিম ছাড়া বছর শেষ করা আসম্ভব। ড্রেক এর এই ছবি ব্যবহার করে একের পরে এক মিম সামনে এসেছিল।

 

drake2 drake

 

Photo Credit: Memedroid

 

drake1 drake

 

Photo Credit: Memedroid

 

10. মার্ক জাকারবার্গ

মার্কিন কংগ্রেসের সম্মুখীন হয়ে চাপের মুখে পড়তে হয়েছিল ফেসবুক প্রধান জাকারবার্গকে। যা ইন্টারনেটে হাসির কারন হয়ে ওঠে।

 

 

Did we miss anything (we probably did, a lot)? Do share your favourite memes of 2018 via the comments section below.

 
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে হাজির, দাম জেনে নিন
  2. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  3. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  4. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  5. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  6. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  7. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  8. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  9. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
  10. পুজো সেলের ঘোষণা করল Xiaomi, কোন কোন স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন দেখুন
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »