ভারত সহ 25 টি দেশের নাগরিকদের মধ্যে এক গবেষণা চালিয়ে এই তথ্য জানিয়েছে Microsoft। এই গবেষণায় জানানো হয়েছে এই সমস্যার স্বীকার হওয়া 45 শতাংশ মানুষ অপরাধীদের চেনেন বলে দাবি করেছেন।
18 বছরের কম বয়সীদের মধ্যে 71 শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন
অযাচিত কনটাক্ট, সেক্সটিং, ট্রোলিং, ঘৃণা বাচক উক্তি ও খারাপ ব্যবহার অনলাইন দুনিয়ার অন্যতম বড় সমস্যা রূপে উঠে আসছে। সম্প্রতি ভারত সহ 25 টি দেশের নাগরিকদের মধ্যে এক গবেষণা চালিয়ে এই তথ্য জানিয়েছে Microsoft। এই গবেষণায় জানানো হয়েছে এই সমস্যার স্বীকার হওয়া 45 শতাংশ মানুষ অপরাধীদের চেনেন বলে দাবি করেছেন।
18 বছরের কম বয়সীদের মধ্যে 71 শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন। 81 শতাংশ ভবিষ্যতে আবার এই ঘটনার ভয় পাচ্ছেন।
যদিও এই সমীক্ষায় অংশ নেওয়া 67 শতাংশ মানুষ মনে করেন অনলাইনে সম্মানজনক ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির বিশেষ টুল নিয়ে আসা প্রয়োজন।
অনলাইনে গ্রাহকের ভদ্রতা মাপতে মাইক্রোসফট ডিজিটাল সিভিলিটি ইনডেক্স (DCI) ব্যবহার হয়। 25 টি দেশে এই কাজ করে Microsoft। 2019 সালে এই তালিকায় অনেকটা পিছিয়েছে ভারত। এই তালিকায় বেশি নম্বর অনলাইন কম ভদ্রতাকে নির্দেশ করে।
তরল হাইড্রোজেনে চলবে বিল গেটসের নতুন প্রমোদ তরী
2019 সালে DCI ইনডেক্সে 12 পয়েন্ট বেড়ে 71 পয়েন্ট পেয়েছে ভারত। যা গত চার বছরে সবথেকে বেশি।
ভারত সহ 25 টি দেশের 12,520 জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। রিপোর্টে জানানো হয়েছে অনলাইনে অভদ্রতার অন্যতম প্রধান কারণ শারীরিক চেহারা এবং রাজনীতি। সমীক্ষায় অংশগ্রহণকারীদের 31 শতাংশ এই দুই বিষয়কে অভদ্রতার কারণ হিসাবে চিহ্নিত করেছেন।
30 শতাংশ মানুষ জানিয়েছেন অনলাইনে অভদ্রতার অন্যতম কারণ যৌন দৃষ্টিভঙ্গি। এছাড়াও ধর্মকে 26 শতাংশ মানুষ এই সমস্যার কারণ হিসাবে জানিয়েছেন।
অনলাইনে ভদ্রতার তালিকায় প্রথম পাঁচটি দেশ হল ইংল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
এই তালিকায় সবার নীচে রয়েছে ভিয়েতনাম, রাশিয়া, কলম্বিয়া, পেরু ও দক্ষিণ আফ্রিকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters