সামনেই ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ এই দিনে ভালবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করবেন অনেকেই। কিন্তু ভালবাসার মানুষের জন্য কী কিনবেন বুঝতে পারছেন না? আগামী সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে-র আগে দেখে নিন প্রিয়জনের জন্য দুর্দান্ত কয়েকটা উপহার দেখে নিন।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেরা কিছু গ্যাজেট গিফটের আইডিয়া দেখে নিন
সামনেই ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ এই দিনে ভালবাসার মানুষকে উপহার দিয়ে খুশি করবেন অনেকেই। কিন্তু ভালবাসার মানুষের জন্য কী কিনবেন বুঝতে পারছেন না? আগামী সপ্তাহে ভ্যালেন্টাইন্স ডে-র আগে দেখে নিন প্রিয়জনের জন্য দুর্দান্ত কয়েকটা উপহার দেখে নিন।
Amazon Kindle 10th Generation
ভালবাসার মানুষ পড়তে পছন্দ করলে এই ই-রিডার উপহার দিতে পারেন। ই-রিডারের দুনিয়ায় এটাই অন্যতম সেরা ডিভাইস। সঙ্গে Amazon ওয়েবসাইটে রয়েছে কয়েক লক্ষ ই-বুক কালেকশন।
![]()
দাম: 7,999 টাকা
Apple Watch Series 3 38mm
ভারতে দিন দিন Apple Watch -এর জনপ্রিয়তা বাড়ছে। Apple Watch Series 3 -তে ইসিজি ফিচার না থাকলেও অন্য সব সুবিধা পাওয়া যাবে এই ডিভাইসে। যদিও শুধুমাত্র iPhone -এর সঙ্গেই যে কোন Apple Watch ব্যবহার করা যায়।
![]()
দাম: 20,900 টাকা
Fitbit Versa 2
Android ও iOS ডিভাইসের সঙ্গে কাজ করবে এই স্মার্টওয়াচ। ফিটনেস দুনিয়ায় অন্যতম জনপ্রিয় নাম Fitbit। 15,000 টাকার কম দামে এই ডিভাইস আপনার প্রিয়জনের মন জিতে নিতে পারে।
![]()
দাম: 14,388 টাকা
Apple AirPods
ওয়্যারলেস ইয়ারফোন কেনার পরিকল্পনা থাকলে দেখে নিতে পারেন Apple AirPods। সম্প্রতি অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সহ একটি AirPod লঞ্চ করেছে Apple।
![]()
দাম: 12,999 টাকা
Sony WH-1000XM3
এটা বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ওয়্যারলেস হেডফোন। কম ওজন, অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন ও দুর্দান্ত সাউন্ডের জন্য এই হেডফোনের সুনাম রয়েছে।
![]()
দাম: 23,990 টাকা
Fujifilm Instax Mini 9
স্মার্টফোনের যুগে কে ক্যামেরা কেনে? যদিও রাস্তাঘাটে ছবি তুলে প্রিন্ট করতে এই ক্যামেরা কাজে লাগতে পারে। 4,000 টাকার কম দামে এই ইনস্ট্যান্ট ক্যামেরা কেনা যাবে।
![]()
দাম: 3,699 টাকা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Realme Pad 3 Key Specifications Tipped Ahead of India Launch; to Feature 2.8K Display and 45W Wired Charging
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online