Photo Credit: AFP
জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ। বিদায় নিয়েছে রোনাল্ডো ও মেসি। এর সাথেই টুর্ণামেন্ট থেকে ছিটকে গিয়েছে স্পেন ও বিশ্বচ্যাম্পিয়ান জার্মানি। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে আজ প্রথম ম্যাচে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ান উরুগুয়ের মুখোমুখি হবে 1998 সালের বিশ্বচ্যাম্পিয়ান ফ্রান্স। ভারতীয় সময় সন্ধ্যা 7:30 মিনিতে এই ম্যাচ শুরু হবে। অন্যদিকে রাত 11:30 মিনিটে টুর্নামেন্টে অন্যতম ফেভারহিট ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম। অন্য FIFA ম্যাচের মতোই বিনামূল্যে এই ম্যাচ অনলাইনে দেখা যাবে।
ভারতে একাধিক অ্যাপ ও ওয়েবভসাইট থেকে উরুগুয়ে বনাম ফ্রান্সের ম্যাচ সহ বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে। ভারতে ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল অনলাইন ব্রডকাস্টার SonyLiv-এর ওয়েবসাইট www.sonylv.com এ গিয়ে এ সহজেই এই ম্যাচ দেখা যাবে। তবে এই ম্যাচ লাইভ দেখার জন্য প্রমিয়াম সাবস্ক্রিপশান প্রয়োজন। বিনামূল্যে এই ম্যাচ দেখতে চাইলে কোম্পানির ওয়েবসাইট ও অ্যাপ এ 5 মিনিট দেরিতে এই ম্যাচ দেখা যাবে। এছাড়াও ESPN.in এ দেরি করে এই ম্যাচ বিনামূল্যে দেখা যাবে।
লাইভ ম্যাচের মজা কখনই দেরি করে দেখে পাওয়া যায় না। আর তাই আপনি Sony Liv এর একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশান কিনে নিতে পারেন। এক মাসের জন্য 99 টাকা, তিন মাসে 149 টাকা আর ছয় মাসে 199 টাকা ও এক বছরে 499 টাকা দিয়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশান কেনা যাবে। এর ফলে শুধুমাত্র বিশেকাপের ম্যাচ ছাড়াও এই ওয়াবসাইটে দেখানো যে কোন খেলা ও ওয়েবসাইটের সব প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। এই ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সব ম্যাচ লাইভ দেখা যাবে।
ভারতের ডাটা নেটওয়ার্কগুলি বিনামূল্যে সার্ভিসের বন্যা বইয়ে দিয়েছে। Airtel ও Jio-র গ্রাহকরা ইতিমধ্যেই বিনামূল্যে IPL দেখেছেন। এবার বিশ্বকাপের সব ম্যাচ Airtel TV ও Jio TV এর মাধ্যমে বিনামূল্যে দেখতে পাবেন Airtel ও Jio-র গ্রাহকরা। আপনি Airtel বা Jio-র গ্রাহক হলে Airtel TV বা Jio TV ডাউনলোড করে নিজের নম্বর দিয়ে সাইন ইন করে বিশ্বকাপের ম্যাচ নিজের ফোনে লাইভ দেখতে পাবেন।
আপনি যদি Tata Sky ব্যবহার করেন তবে Tata Sky ওয়েবসাইট বা Tata Sky অ্যাপ ডাউনলোড করে বিশ্বকাপের ম্যাচ বিনামূল্যে দেখতে পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন