2018 সালের অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 6.1 Plus। এতদিন শুধুমাত্র অনলাইনে এই ফোন পাওয়া যেত। এবার অফলাইনে এই ফোন বিক্রি শুরু করল Nokia।
আরও পড়ুন: 48MP ক্যামেরা নিয়ে আসছে Redmi X
ডিসপ্লের উপরে কালো নচ ছাড়াও এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ Snapdragon 636 চপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা। Android One প্রজেক্টের অধীনে লঞ্চ হওয়ার কারনে Nokia 6.1 Plus ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এর সাথেই জলদি লেটেস্ট সফটওয়্যারব আপডেট চলে আসবে এই ফোনে। ইতিমধ্যেই Nokia
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
ভারতে Nokia 6.1 Plus এর দাম 15,499 টাকা। এতদিন শুধুমাত্র Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে Nokia 6.1 Plus কেনা যেত। অফলাইনে Airtel গ্রাহকরা 2,000 টাকা ক্যাশব্যাক পাবেন।
আরও পড়ুন: সস্তা হল Mi A2, কত দামে পাওয়া যাচ্ছে এই ফোন?
Nokia 6.1 Plus ফোনের ভিতরে আছে Snapdragon 636 প্রসেসার সাথে আছে 4GB RAM আর 64GB স্টোরেজ। ইতিমধ্যেই এর থেকে অনেক কম দামে Snapdragon 660 চিপসেট সহ পাওয়া যায় Asus Zenfone Max Pro M2, Mi A2 আর Realme 2 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন