Oppo Reno 15C could be powered by the Snapdragon 7 Gen 4 Chipset
Photo Credit: Oppo
Oppo Reno 15 সিরিজ এই সপ্তাহে চীনে লঞ্চ হয়েছে। ব্র্যান্ডটি Reno 15 এবং Reno 15 Pro বাজারে এনেছে। তবে এই সিরিজে Reno 15C নামে আরও একটি মডেল যুক্ত হচ্ছে, যা ডিসেম্বর অথবা জানুয়ারিতে আত্মপ্রকাশ করার কথা শোনা যাচ্ছে। Reno 15 সিরিজের লঞ্চ ইভেন্টে ফোনটির ডিজাইন ও কালার অপশন প্রকাশ হয়েছিল। ফিচার, বা দামের বিষয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু এখন ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। Oppo Reno 15C এর ডিসপ্লে, প্রসেসর, ও ক্যামেরা সেন্সর বিষয়ক তথ্য প্রকাশ হয়েছে।
চাইনিজ মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে এক টেক ব্লগারের পোস্ট থেকে জানা গিয়েছে, ওপ্পো রেনো 15সি সিরিজের অন্য দুই মডেলের মতো ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসবে। হ্যান্ডসেটটির স্ক্রিনের দৈর্ঘ্য হবে 6.59 ইঞ্চি। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সমর্থন করবে।
Oppo Reno 15C চলবে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসরে। ডিভাইসটির পিছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর ব্যবহার হবে। মেইন ক্যামেরাকে যোগ্য সঙ্গত দিতে একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে।
Oppo Reno 15C এর লুকস এবং রঙের বিকল্পগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এতে সিরিজের বাকি দুই ফোনের মতো বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে তিনটি ক্যামেরা ও 'রেনো ব্র্যান্ডিং' বর্তমান। ব্যাক প্যানেলের মাঝামাঝি অংশে কোম্পানির নাম দেওয়া আছে। কোম্পানি শীঘ্রই লঞ্চ তারিখ ও অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশ করবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, Reno 15 এবং Reno 15 Pro উভয়ের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনগুলি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। Reno 15 Pro ফোনটিতে 6500mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Reno 15 মডেলের 6,200mAh ব্যাটারি শুধুমাত্র 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দুই স্মার্টফোনের পিছনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। Reno 15 Pro এর সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,600 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। বেস Reno 15 মডেলেও একই বৈশিষ্ট্যের ডিসপ্লে আছে, তবে দৈর্ঘ্য 6.32 ইঞ্চি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.