Redmi Note 15 5G will offer 48 months of lag-free performance
Photo Credit: Redmi
Redmi Note 15 5G-এর আগমনকে ঘিরে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। রেডমির এই মিড-রেঞ্জ স্মার্টফোন ডিসেম্বরের শুরুতে Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G-এর সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এটি জানুয়ারিতে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে৷ রেডমি ইতিমধ্যেই ডিভাইসটির ক্যামেরা, ব্যাটারি ক্যাপাসিটি, ও ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। আর এখন অ্যামাজনে ফোনটির জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট থেকে চিপসেটের নাম ঘোষণা হয়েছে। জানিয়ে রাখি, Redmi Note 15 5G একটি 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দিয়ে সজ্জিত থাকবে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে আসছে।
Redmi Note 15 5G-এর জন্য অ্যামাজনে বিশেষভাবে তৈরি মাইক্রোসাইটে জানানো হয়েছে, স্মার্টফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে চলবে। সংস্থার দাবি, এটি আগের প্রজন্মের তুলনায় 10 শতাংশ বেশি GPU পারফরম্যান্স ও 30 শতাংশ উন্নত CPU পারফরম্যান্স প্রদান করবে। রেডমি আরও জানিয়েছে যে প্রসেসরটি 48 মাস বা 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট 15 5G মডেলে 5,520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 45W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে আসবে। হ্যান্ডসেটটি ফুল চার্জে 1.6 দিন আরামসে ব্যবহার করা যাবে। সংস্থা আরও দাবি করছে, ব্যাটারির আয়ু 5 বছর।
আসন্ন ফোনটিতে 108 মাস্টারপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। মেগাপিক্সেল শব্দটিকে এমনই পোশাকি নাম দিয়েছে সংস্থা। এই ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। এর ফলে ভিডিও আরও স্থির এবং পরিষ্কার হবে। এটি ডাইনামিক শট ক্যাপচার করতে পারবে বলে জানানো হয়েছে। এই ফোনের দাম ভারতে 20,000 টাকার মধ্যে থাকতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহে অফিসিয়াল লঞ্চ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, Redmi Note 15 5G-এর গ্লোবাল ভার্সনে 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যা FHD+ রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 3,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্টফোনটি Android 15-নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে। ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স আছে।
অন্য দিকে, সেলফি ও ভিডিও কলের জন্য একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে। ডিভাইসটি 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.