Redmi Note 15 5G ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 3,200 নিট ব্রাইটনেস-সহ 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে ভিডিও আরও স্থির এবং পরিষ্কার হবে। এটি 8 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে।
Redmi Note 15 5G ভারতে আসার আগেই দাম ফাঁস হয়েছে। ফোনটি জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। এতেতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলবে যা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
Redmi Note 15 5G-এর প্রসেসর আগের প্রজন্মের তুলনায় 10 শতাংশ বেশি GPU পারফরম্যান্স ও 30 শতাংশ উন্নত CPU পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হয়েছে। রেডমি আরও জানিয়েছে যে এটি 48 মাস বা 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।
Redmi Note 15 5G জানুয়ারি মাসে এ দেশে আসছে। কিন্তু Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ফেব্রুয়ারিতে ভারতে রিলিজ হবে বলে জানা গিয়েছে। Redmi Note 15 5G অ্যামাজনের মাধ্যমে বিক্রি হবে। টিজার ইঙ্গিত করছে, এই ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে কার্ভড ডিসপ্লে থাকবে।