নতুন এই আইনে 250,000 পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে কোম্পানিগুলির। এছাড়াও কোম্পানির মোট লভ্যাংশেরপাঁচ শতাংশ জরিমানা হতে পারে।
নিজেরের প্ল্যাটফর্মে ক্ষতিকারক কনটেন্ট রাখার জন্য ব্রিটেনে বড় জরিমানার মুখে পরতে চলেছে Facebook, Instagram ও YouTube এর মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি। নতুন আইনে সোশ্যাল মিডিয়ার কনটেন্ট দেখভালের অন্য অফকমকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম ও অন্যান্য পোস্টে পর্নগ্রাফি, হানাহানি ও শিশু নির্জাতনের সন্ধান মিললে তার বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন এই আইনে 250,000 পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে কোম্পানিগুলির। এছাড়াও কোম্পানির মোট লভ্যাংশেরপাঁচ শতাংশ জরিমানা হতে পারে। এই সোশ্যাল প্ল্যাটর্মে যদিও কম বয়সের ইউজার খুঁজে পাওয়া যায় তবে বড় জরিমানার মুখে পড়তে হতে পারে।
অনলাইন দুনিয়ায় লাগাম টানতে আপাতত এই কড়া পদক্ষেপ নিয়েছে ব্রিটেনের সরকার।
এই বছরের শুরুতে ক্রাইস্টচার্চে জঙ্গি হানা লাইভ স্ট্রিম করে সমস্যার সম্মুখীন হয়েছিল ফেসবুক। এবার YouTube, Facebook ও Instagram এর মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে আরও বেশি কনটেন্ট ফিল্টারে জোড় দিতে হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Could Reportedly Use BOE Displays for Its Galaxy Smartphones, Smart TVs
OpenAI, Anthropic Offer Double the Usage Limit to Select Users Till the New Year