স্মার্ট স্পিকারের দুনিয়ায় প্রবেশ করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্রে Portal ও Portal+ নামে দুটি স্মার্ট ভিডিও চ্যাট ডিভাইস লঞ্চ করেছে ক্যালিফোর্নিয়ার কোম্পানিটি।
Portal এর দাম 199 মার্কিন ডলার (প্রায় 14,400 টাকা)। অন্যদিকে Portal+ এর দাম 349 মার্কিন ডলার (প্রায় 25,100 টাকা)। বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সব বড় রিটেল চেনে Portal আর Portal+ বিক্রি শুরু হয়েছে।
Portal এ রয়েছে একটি 1280x800 পিক্সেলস 10 ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে Portal+ এ থাকছে 1920x1080 পিক্সেলস 15 ইঞ্চি ডিসপ্লে।
Portal বা Portal+ ব্যবহার করে একসাথে সাত জনের সাথে গ্রুপ কল করা যাবে। Portal আর Portal+ এর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিজে থেকেই প্যান বা যুম করে ভিডিও কলের সময় সবাইকে ফ্রেমের মধ্যে ঢুকিয়ে নেবে।
“Hey Portal” বলে Portal থেকে হ্যান্ডসফ্রি কল করা যাবে। Portal এ রয়েছে Amazon Alexa সাপোর্ট। এর এর ফলেই একটি স্মার্ট স্পিকারের কাজ করবে এই ডিভাইস। Portal কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে অথবা টাইমার শুরু করা, শপিং লিস্ট তৈরী করার মতো কাজ করা যাবে পোর্টাল দিয়ে।
Facebook জানিয়েছে পোর্টাল থেকে করা সব কল এনক্রিপটেড থাকবে। এছাড়াও Facebook অ্যাক্টিভিটি লগ থেকে Portal এ ব্যবহার করা সব ভয়েস হিস্ট্রি ডিলিট করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন