নির্বাচন কমিশন আধিকারিক ধীরেন্দ্র প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, শুধুমাত্র Facebook থেকে 500 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট হয়েছে। WhatsApp থেকে ডিলিট হয়েছে একটি পোস্ট আর দুটি পোস্ট ডিলিট করেছে Twitter।
আদর্শ আচরন বিধি লঙ্ঘন করার জন্য 503 টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে আওত্তি তুলেছিল নির্বাচন কমিশন। এই 503 টি পোস্ট ডিলিট করে দিয়েছে Facebook, Twitter সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি।
নির্বাচন কমিশন আধিকারিক ধীরেন্দ্র প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, শুধুমাত্র Facebook থেকে 500 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট হয়েছে। WhatsApp থেকে ডিলিট হয়েছে একটি পোস্ট আর দুটি পোস্ট ডিলিট করেছে Twitter। নির্বাচন কমিশনের কাছ থেকে অভিযোগ জমা পরার পরেই এই পোস্টগুলি ডিলিট করা হয়েছে।
“এখনও Facebook এর বিরুদ্ধে আটটি ও Twitter এর বিরুদ্ধে 38 টি অভিযোগ রয়েছে যেগুলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।” জানিয়েছেন তিনি।
গত মাসে নিব্বারচন কমিশনকে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি ভোট গ্রহনের 48 ঘন্টা আগে থেকে অভিযোগ জমা পরার তিন ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online