বুধবার WhatsApp ভাইস প্রেসিডেন্ট ক্রিস ডেনিয়েলস জানিয়েছেন শিঘ্রই WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে। সারা বিশ্বে মোট 150 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। এর মধ্যে ভারতে রয়েছেন 25 কোটি গ্রাহক।
শিঘ্রই WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট
বুধবার WhatsApp ভাইস প্রেসিডেন্ট ক্রিস ডেনিয়েলস জানিয়েছেন শিঘ্রই WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে।
“শিঘ্রই আমরা ‘স্ট্যাটাসে' বিজ্ঞাপন দেখানো শুরু করব। এইভাবেই WhatsApp থেকে টাকা রোজগার করবে কোম্পানি। নতুন এই ফিচারের ব্যবসায়ীরা আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে যেতে পারবেন।” বুধবার নতুন দিল্লিতে এই কথা জানিয়েছেন ডেনিয়েলস।
তবে WhatsApp স্ট্যাটাসে কবে থেকে বিজ্ঞাপন দেখানো হবে তা জানাননি ক্রিস।
সারা বিশ্বে মোট 150 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। এর মধ্যে ভারতে রয়েছেন 25 কোটি গ্রাহক।
এই মাসের শুরুতে মিডিয়া রিপোর্টে WhatsApp স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর খবর সামনে এসেছিল। প্রসঙ্গত WhatsApp স্ট্যাটাসে গ্রাহক ছবি, ভিডিও ও GIF পোস্ট করতে পারেন। 24 ঘন্টা পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যায়।
রিপোর্টে জানানো হয়েছিল Facebook এর বিজ্ঞাপন সার্ভিসের মাধ্যমে কাজ করবে WhatsApp স্ট্যাটাসের বিজ্ঞাপন। মার্ক জুকারবার্গের WhatsApp এ বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তের ফলে কোম্পানি ছেড়েছেন দুই WhatsApp প্রতিষ্ঠাতা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp for iOS Finally Begins Testing Multi-Account Support With Seamless Switching