2018 সালের শেষে এই প্রকল্প থেকে অন্তত তিন লক্ষ নারী ও শিশু ডিজিটাল সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হবেন। এর সলেও অনলাইনে আরও সুরক্ষিত হবেন তাঁরা।
তিন লক্ষ ভারতীয়কে ডিজিটাল ডিজিটাল সুরক্ষা সম্পর্কে অবগত করতে নতুন ‘ডিজিটাল লিটারেসি লাইব্রেরি' লঞ্চ করল Facebook। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম ও বাংলা ভাষায় এই শিক্ষা দেবে Facebook।
সোমবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনোকা গান্ধীর উপস্থিতিতে এই ঘোষণা করেছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়েন্ট। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তানের 70 টি সংগঠন কর্মীদের সামনে নতুন এই সুরক্ষা কবচ সামনে নিয়ে এসেছে Facebook। অনলাইনে নারী ও শিশুদের আরও সুরক্ষিত থাকতে সাহায্য করবে এই শিক্ষা।
এছাড়াও দিল্লি আইআইটিতে শিশু সুরক্ষা হ্যাকাথনের আয়োজন করেছে Facebook। চাইল্ড সেক্স ট্রাফিকিং বন্ধ করে শিশুদের সুরক্ষায় কাজ করা হয়েছে এই হ্যাকাথনে।
2018 সালের শেষে এই প্রকল্প থেকে অন্তত তিন লক্ষ নারী ও শিশু ডিজিটাল সুরক্ষা সম্পর্কে আরও সচেতন হবেন। এর সলেও অনলাইনে আরও সুরক্ষিত হবেন তাঁরা।
“প্রাধাণত নারী ও যুবক যুবতীদের এই ট্রনিং দেওয়া হবে।” বলে জানিয়েছেন এই ইভেন্টে Facebook প্রতিনিধি অ্যান্টিগন ডেভিস।
ভারতে 20 কোটি যুবক যুবতী রোজ অনলাইন হন। এই গ্রাহকদের অনলাইনে আরও সুরক্ষিত করা এই প্রকল্পের উদ্দেশ্য।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lenovo Legion Go 2 SteamOS Version Revealed at CES 2026, Will Be Available From June 2026
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications